Re: আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪
সবাই অনলাইনে থাকে কিন্তু ফোরামে অনুপস্থিত ! এদের মধ্যে আমিও একজন।
বেশির ভাগ এখন ফেসবুকে থাকে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪
সবাই অনলাইনে থাকে কিন্তু ফোরামে অনুপস্থিত ! এদের মধ্যে আমিও একজন।
বেশির ভাগ এখন ফেসবুকে থাকে
ফোরাম বেশ কিছুদিন বন্ধ দেখলাম !
ফেসবুকে ফোরাম সমর্থক গ্রুপে স্বাগতম
https://www.facebook.com/groups/326205745949810
ইলিয়াস লিখেছেন:সবাই অনলাইনে থাকে কিন্তু ফোরামে অনুপস্থিত ! এদের মধ্যে আমিও একজন।
বেশির ভাগ এখন ফেসবুকে থাকে
ফেসবুক একদিনের জন্য ডাউন খেলে সবাই আবার এইখানে আসবে
আউল লিখেছেন:
বেশির ভাগ এখন ফেসবুকে থাকে
ফেসবুক একদিনের জন্য ডাউন খেলে সবাই আবার এইখানে আসবে
এখানে সকলেই আগের মত আসার দরকার
বিচারে ধীরগতি,পরিবারে হতাশাঃ
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ব্লগার রাজীব খুনের পর তিন বছরের ব্যবধানে খুন হন আরও সাতজন ব্লগার!
কেউ কি বেঁচে আছে!!
ঈদুল আজহার শুভেচ্ছা,
ঈদ মুবারাক।
ঈদুল আজহার শুভেচ্ছা,
ঈদ মুবারাক।
দেরী ওয়ালা ঈদ মোবারক
কে কেমন আছুইন ।
কে কেমন আছুইন ।
ভালো আছি। আপনি কেমন আছেন?
সবাই কেমন আছেন? এখন কি কেউ আসেন এখানে? ছোটবেলার আড্ডার যায়গা সবাই ভুলে বসেছি
সবাই কেমন আছেন? এখন কি কেউ আসেন এখানে? ছোটবেলার আড্ডার যায়গা সবাই ভুলে বসেছি
সবাই কাজে কর্মে ব্যস্ত - আমি খাচ্ছি ধাচ্ছি আর ঘুমাচ্ছি !!
জলকণা আপুর পোস্ট দেখে ঘুরতে আসলাম!
এবং উনার নাম দেখে একটা গানের কথা মনে পড়লো
https://www.youtube.com/watch?v=kYau1kDo21c
জল কনা উড়ে যায়
পথ ভুলে দূরে যায়
জলজ স্বপ্নে আকা
জল কনা উড়ে যায়
পথ ভুলে দূরে যায়
জল ছবি পাবে পাখা
আশার মেঘেদের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চিরচেনা বরষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এই দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে...
জলের অতলে...
জলজ গল্প লেখা কাগজে
বুনো সবুজ ঘাস
ছড়িয়ে দীর্ঘশ্বাস
যায় খুজে...
ছড়িয়ে দীর্ঘশ্বাস
আশার মেঘেদের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চিরচেনা বরষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এই দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে...
শুন্যেরও জলকণা
হয়ে যায় আনমনা
সহজে...
আশার মেঘেদের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চিরচেনা বরষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এই দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে...
জলের অতলে...
সবাই কেমন আছেন? এখন কি কেউ আসেন এখানে? ছোটবেলার আড্ডার যায়গা সবাই ভুলে বসেছি
আমি প্রতিদিন ঢু মারি। কিন্তু কেউ তেমন আসে না দেখে তেমন পোস্ট করা হয় না
সবাই কেমন আছেন? এখন কি কেউ আসেন এখানে? ছোটবেলার আড্ডার যায়গা সবাই ভুলে বসেছি
আমি প্রায় প্রতিদিনই লগইন করি।
আশিফ শাহো লিখেছেন:সবাই কেমন আছেন? এখন কি কেউ আসেন এখানে? ছোটবেলার আড্ডার যায়গা সবাই ভুলে বসেছি
আমি প্রতিদিন ঢু মারি। কিন্তু কেউ তেমন আসে না দেখে তেমন পোস্ট করা হয় না
সেইম অবস্থা। মাঝে মধ্যেই আসা হয়, তবে অন্যদের তেমন এ্যাকটিভিটি নাই দেখে নিজেরও কিছু পোস্ট করা হয়না।
হ্যা। তবে ফেসবুক ইউজ করা প্রায় ছেড়ে দিয়েছি। ভাল লাগে না ওখানের এত নেগেটিভিটি। আপাতত সোশাল মিডিয়া হিসেবে টুইটার এবং লিংকডইন ইউজ করি।
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪
০.০৭৪২০৪৯২১৭২২৪১২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.২৫৯৮০৪১৬২৭৩১ টি কোয়েরী চলেছে