Re: আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪
আগে টাইম পাস করতাম ফোরামে তারপরে ফেসবুকে তারপর youtube এ আর বর্তমানে টিকটক এপে । অনেক উন্নতি হয়েছে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪
আগে টাইম পাস করতাম ফোরামে তারপরে ফেসবুকে তারপর youtube এ আর বর্তমানে টিকটক এপে । অনেক উন্নতি হয়েছে
আগে টাইম পাস করতাম ফোরামে তারপরে ফেসবুকে তারপর youtube এ আর বর্তমানে টিকটক এপে
। অনেক উন্নতি হয়েছে
কোন অনলাইন প্লাটফর্মেই নিয়মিত না।
বইমেলায় ডেইলি স্টারের সাথে প্রজন্ম ফোরামের মিন্টু ভাইয়ের সাক্ষাতকার।
টাইম পাসের জন্য নয়, জানার আগ্রহ, শেখার আগ্রহ এর সাথে মানুষের সাথে গল্প-আড্ডা দেয়ার জন্য। এখানে এসেছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।
থাকার চেষ্টা করছি।
মানুষ চেষ্টা করলে তবেই আল্লাহ তাকে সফল করে তোলেন। অতএব আমরা চেষ্টায় রত থাকি, সফলতা দান করার মালিক আল্লাহ। তার উপর ভরসা রাখি।
আবার নতুন করে অড্ডা দিমু
আগামিকাল ২১-ফেব্রুয়ারি কেউ কিছু বলছেনা যে।
আগে শুনতাম মাঘের শীত বাঘের গায়
এখন দেখছি ফাগুনের শীত মানুষের গায়।
আগে শুনতাম মাঘের শীত বাঘের গায়
এখন দেখছি ফাগুনের শীত মানুষের গায়।
কথাটা বুঝলাম না বুঝিয়ে বলেন।
ফাগুন মাসে শীত, তাই
শরীর দিন দিন ভেঙ্গে যাচ্ছে।
1 minute and 19 seconds after:
কথাটা বুঝলাম না বুঝিয়ে বলেন।
ফাগুন মাসে এমন শীত এর আগে কখনো অনুভব করেছি বলে মনে হয়না।
ফাগুন মাসে শীত, তাই
বুঝতে পারলাম। ধন্যবাদ
......
1 minute and 19 seconds after:
লেডিমাস্তান লিখেছেন:কথাটা বুঝলাম না বুঝিয়ে বলেন।
ফাগুন মাসে এমন শীত এর আগে কখনো অনুভব করেছি বলে মনে হয়না।
আচ্ছা বুঝতে পারলাম। ধন্যবাদ
বনানী ডি ব্লকে ২৩ নম্বর রোডে আবার আগুন
Fact Check: How Cyclone Fani got its name, why the next one will be Vayu
https://www.facebook.com/WantJusticeFor … __tn__=K-R
আদনান তাসিন হত্যার ১০০তম দিন !!
২১শে মে মানব্বন্ধন প্রেসক্লাব ও শেওড়া বাস স্টপে, আপনি আসছেন তো?
সড়কে আর কত ফাইজা, মীম , করিম, আদনান তাসিন,রাজিব, দিয়া, আবরার, লাবণ্য, আরিফদেরকে কে খুন হতে হবে আর তাদের নিস্পাপ রক্তাক্ত শরীর পড়ে থাকতে দেখতে হবে ?
শেওড়া বাস স্টপ জেব্রা ক্রসিংয়ে বাস চাপায় আমার আদরের নিস্পাপ সন্তান আদনান তাসিন হত্যার সাথে জড়িত ঘাতকদের বিচারের দাবিতে নানান মহলে বিচার চেয়েও এখনো কোন বিচার মিলেনি। এখন পর্যন্ত ঘাতক চালক হেল্পার গ্রেফতার করেনি পুলিশ।
আগামী ২১মে (তাসিন হত্যার ১০০ তম দিনে) জাতীয় প্রেসক্লাবের সামনে #দুপুর_২টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে
এবং একই দিন ২১মে #সন্ধা_৭:৩০মিনিটে শেওড়া বাস স্টপে বিচার ব্যবস্থাকে আলোর পথ দেখাতে এবং #আদনান_তাসিন স্বরণে অনুষ্ঠিত হবে ।
বাই বাই অভ্র, উইন্ডোস 10 এর ডিফল্ট ফোনেটিক কি বোর্ড থেকে লিখলাম। সুপার ইজি।
Settings>Time & Language>Language>Add a preferred language>Bengali (india)>Install
Happy typing!
চানাচুর এর ইংরেজি প্রতিশব্দ কি হবে কেউ কি জানেন?
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল) পার্ট-৪
০.০৭০১৬৩০১১৫৫০৯০৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.৭৬৯০১১১৫৫৮৫২ টি কোয়েরী চলেছে