টপিকঃ সুন্দর বনাম অসুন্দর (কলাম)

"সুন্দর মানে কি "

হিরো আলমের কথা কমবেশ আমি আপনি আমরা সবাই জানি।কৃষ্ণবর্ণের বেখাপ্পা গড়নের লোকটা দেখতে চূড়ান্তভাবে বাজে হলেও ভালোবাসায়, জনপ্রিয়তায় তার অবস্থান চরমে। বললে ভুল হবে না,হিরো আলমেরও রয়েছে সুন্দর্যের নান্দনিকতা। তবে সোন্দর্যের মাপকাঠি কেমন তা আমাদের অনেকেরই জানার বাইরে, তাই আমরা হিরো আলমের নাম শুনলেই নাক চিটকায়ে বলি ওয়াক থু.....।এই কালো পাটকাঠি লোকটাও আবার নায়ক,হা হা হা হা।যারা হিরো আলমের বিশ্রী গড়নে নাকচিটকাতে ইজি ফিল করে তাদের উদ্ধ্যেশ্য করে বলছি, আরে ভাই! সোন্দর্য মানে সুন্দর চেহারা নয়।সোন্দর্যের বিকাশ গঠে মননে।পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের তালিকা যদি করা হয় তবে সচেতন কিংবা অবচেতন মনে যে লোকটির নাম চলে আসবে, তিনি আমাদের বাহ্যিক দৃষ্টিতে শ্রীকটু হলেও মহত্বের দৃষ্টিতে তার সোন্দর্য অতুলনীয়। সেই সুন্দর মহান লোকটি হলেন নেলসন মেন্ডেলা।সুন্দর মানে সুন্দর চেহারা নয়। সুন্দর মানেই সুন্দর।কিন্তু আমাদের বাহ্যিক দৃষ্টিতে এমন কিছু সুদর্শন লোক ছিল কিংবা এখনো আছে যারা সুশ্রী গড়নের হলেও মানুষের ভালোবাসার মাপকাটিতে তাদের অবস্থান শূন্যের কৌটায়।আমার এক জনৈক বন্ধু সর্বদা একজন টপ লেবেলের বিদ্বানের প্রশংসা করেন যে কিনা অনেক সৌখিন, দেখতে পুরাতন দিনের উত্তম কুমার।একবার ভাগ্যক্রমে তার বাসভবনে যাওয়ার সৌভাগ্য হয় আমার।ভদ্রলোকের বাসভবনে গিয়ে দেখলাম যে,সরকারী বেতনভুক সাতজন কর্মচারী তার বাসার সামনে ফুলের চারা রোপনে ব্যাস্ত আছেন।অথচ ওনি যে প্রতিষ্ঠানের প্রধান সেখানে ফুলের ঘ্রাণ তো দুরের কথা সুয়ারেজের বাজে গন্ধে পেঠ ফুলে বমি আসার উপক্রম হবে সবার। এখন কেমনে আমি তাকে সুন্দর বলি।গ্রামের ভাষায় একটা কথা বলতে হয়, গায়ে সুন্দর খালাতো ভাই হলে চলবে না।ভালো কামাইওয়ালাও হতে হবে।নচেৎ ফরজ কাজ( বিবাহ) পরজন্মে সারতে হবে।অর্থাৎ বাহ্যিকতা মানেই সুন্দর নয়।মানুষের বাহ্যিকতা নিয়ে যদি কথা উঠে তবে বলা যায়, বিধাতা তার কোন সৃষ্টিকেই অসুন্দর করে তৈরী করেননি।বস্তুত সব মানুষই সুন্দর, তবে আপনার মূল্যায়ন ভালো হলে আপনি সুন্দর মানুষ চিনতে পারবেন, আর আপনি যদি দেহলোভী হোন তাহলে আপনার দৃষ্টিতে সুন্দর মানে  সানিলিওন কিংবা সালমান খান। এটা ঠিক যে মানুষ সুন্দরের পূজারী।আমরা অবশ্যই সুন্দরের পুজায় মেতে থাকব,তবে সুন্দরকে জানতে হবে,চিনতে হবে।সুন্দর মানে সুন্দর মুখমন্ডল নয়,যে লোকের মন সুন্দর সেই হলো প্রকৃত  অর্থে সুন্দর। তবে যারা সুন্দর বলতে ভালো চেহারার লোককে বুঝেন তাদের উদ্ধেশ্যে সব কথার শেষ কথা হলো,  "মাকাল ফল দেখতে  সুন্দর, তবে খাওয়া যায় না"।