টপিকঃ গুগল সার্চে ২০১৬
প্রথমে শুরু করি ২০১৬ সালে বাংলাদেশ হতে যাদের সবচেয়ে বেশী খোজা হয়েছে তাদের লিস্ট
https://www.google.com/trends/yis/2016/BD
৯ নাম্বার ছাড়া সব গুলি নাম আমার চেনা। আর আমি ব্যাক্তিগত ভাবে সার্চ করেছি ১,২,৩,৬,৭,১০ কে।
৯ নাম্বারে থাকা Momina Mustehsan কে আমি কিভাবে এনাকে মিস করলাম তা চিন্তা করতে করতে সার্চ করতে গিয়ে দেখি যে, এনাকেও আমি এই বছর সার্চ করেছি আর instagram-এ এনার আমি ফলোয়ার । আসলে এনার মুখ চিনি কিন্তু নাম মনে থাকে না। সাথে মনে শান্তি আসলো যে, যুগ হতে পিছিয়ে নাই আমি
যারা Momina Mustehsan এর নাম শুনেন নাই তারা দ্রুত এনার ভিডিও দেখুন আর যুগের সাথে তাল মিলিয়ে চলুন। https://www.youtube.com/watch?v=8367ETnagHo
https://www.youtube.com/watch?v=kw4tT7SCmaY
কিন্তু মানব জমিনের নীচের রিপোর্ট টা আমি বুঝলাম না।
সালমান খানকে পেছনে ফেললেন হিরো আলম
বলিউড সুপারস্টার সালমান খানকে পেছনে ফেললেন বাংলাদেশের আলোচিত মুখ হিরো আলম। সার্চ ইঞ্জিন গুগলে এ বছর সালমানের চেয়েও বেশিবার খোঁজা হয়েছে হিরো আলমকে। টানা কয়েক বছর ধরে সার্চ ইঞ্জিন গুগলে সালমান খান সবচেয়ে বেশি জনপ্রিয়।
http://www.mzamin.com/article.php?mzamin=45287
কিন্তু টপ-টেন লিস্টে সালমান খান বা হিরো আলম এর নামই তো নাই !!!
বিশ্ব জুড়ে সার্চ
https://www.google.com/trends/yis/2016/GLOBAL