টপিকঃ MBR ফরমেটের হার্ডডিস্কের সাথে নতুন GPT ফরমেট হার্ডডিস্ক ব্যবহার
অনেকদিন পর, সবাইকে সালাম। আমার একটা বিষয়ে জানা প্রয়োজন।
আমার আগের ১ টেরাবাইট MBR ফরমেটের হার্ডডিস্কে জরুরি ফাইল আছে। এখন নতুন ৪ টেরাবাইট হার্ডডিস্ক কিনে সেখানে GPT ফরমেট দিয়ে সেটাকে বুট ড্রাইভ হিসেবে ব্যবহার করব। এখন আমার পুরাতন হার্ডডিস্ক এর ফাইল (মুভি, গেম) সেটাকে GPT ফরমেটএ কনভার্ট না করে নতুন হার্ডডিস্ক (GPT ফরমেট) এর উইন্ডোজ থেকে রিড করতে কোন প্রবলেম হবে কিনা? মানে জাস্ট নতুন ড্রাইভকে বুটেবল ড্রাইভ হিসেবে এবং পুরাতন ড্রাইভকে এডিশনাল ড্রাইভ হিসেবে একসাথে ইউজ করতে চাই এবং নরমাল কাজ যেমন, পুরাতন হার্ডডিস্কে গেম ইন্সটল করে খেলা বা সেটায় রাখা কোন মুভি দেখা-এসব করতে কোন প্রবলেম হবে কিনা। কারো অভিজ্ঞতা থাকলে শেয়ার করুন। অগ্রিম ধন্যবাদ।