টপিকঃ এন্ট্রিপ্রিনিয়র খুঁজছি
বেশ কিছুদিন ধরে একটা আইডিয়া নিয়ে কাজ করছিলাম। একটা ইন্টারনেট বেজড সফটওয়্যার প্রোজেক্ট। ভেবেছিলাম ইমপ্লিমেন্ট করা শেষে নিজেই কিছু একটা করার চেষ্টা করব। কিন্তু প্রোগ্রামার হিসেবে এন্ট্রিপ্রিনিয়রশিপের দিকে আগ্রহ, ধৈর্য্য কিংবা দক্ষতা কোনটাই আমার নাই বললেই চলে। কাজেই এন্ট্রিপ্রিনিয়র হতে চান আইডিয়া খুঁজে পাচ্ছেন না কিংবা প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করা নেই এমন কাউকে খুজছিলাম যিনি পার্টনারশিপে কিংবা প্রোডাক্ট কিনে শুরু করতে আগ্রহী।
প্রোডাক্ট ইমপ্লেমেন্ট করা আছে। যদি আলফা পর্যায়ে টেস্টিং চলছে।
পুরো একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করা হয়েছে। যদি সেভাবে জনপ্রিয় করে তোলা যায় তবে বড় কিছু একটা আশা করা যায়।
যেহেতু সফটওয়্যার প্রোডাক্ট, সো রিস্ক কম হওয়াটাই স্বাভাবিক। আপাতত ঘরে বসে শুরু করার মতই একটা ব্যাপার। তবে মার্কেটিং এ স্পেন্ড করলে সেটা বিফলে যাবার সম্ভাবনা কম।
প্রোডাক্ট টাইপঃ
১। রেস্ট ওয়েব সার্ভিস + অ্যাডমিন প্যানেল।
২। অ্যাণ্ড্রয়েড এপ্লিকেশন।
৩। ওয়েব এপ্লিকেশন (On Progress)
যে টেকনোলজি ইউজ করা হয়েছেঃ
১। স্প্রিং ফ্রেমওয়ার্ক, হাইবারনেট
২। অ্যান্ড্রয়েড এসডিকে
কেউ আগ্রহী হলে গোবা কিংবা sayemkcn@gmail.com এ যোগাযোগ করার জন্য অনূর্ধ্ব করা যাচ্ছে।
ধন্যবাদ