টপিকঃ হিজিবিজি কথাবার্তা - ০১ (প্রোগ্রামিং, ম্যাটল্যাব, সাহায্য দরকার)
kg=input('Please insert your weight in Kg = ');
m=input('Please insert your height in meters = ');
bm=kg/m^2
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » প্রোগ্রামিং » হিজিবিজি কথাবার্তা - ০১ (প্রোগ্রামিং, ম্যাটল্যাব, সাহায্য দরকার)
kg=input('Please insert your weight in Kg = ');
m=input('Please insert your height in meters = ');
bm=kg/m^2
ম্যাটল্যাব দিয়ে অনেক কিছুই করা যায়। আমরা যখন ছাত্র ছিলাম, যে কোন ইন্সট্রুমেন্টের সিগনাল প্রসেসিং অংশটা ব্লক ডায়াগ্রাম হিসেবেই দেখেছি। স্যারদের জিজ্ঞেস করলে বলতেন, এটাতো ডিএসপি (ডিজিটাল সিগনাল প্রসেসিং) এর ব্যাপার, এটা ওখানে শিখবে। কিন্তু ডিএসপি তে ঐ স্যামপ্লিং শিখাইতে শিখাইতেই দিন শেষ। তাও তাত্ত্বিক। ল্যাবের কথা বাদই দিলাম। নিউমেরিক্যাল অ্যানালাইসিসেও শুধু থিওরি। ল্যাব হতো না। নিজ চেষ্টায় কিছুটা শিখেছি। এবং আবিষ্কার করেছি যে, এগুলো অমুক জায়গায় শিখাবে, তমুক জায়গায় শিখে আসার কথা, টাইপ কথা বলে এড়িয়ে যাওয়ার আসলে কোন দরকার ছিলো না। বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন কোর্সটাতে ছাত্র থাকাকালীন সময় একই চিত্র। শুধু জানতাম, ইমেজ প্রসেসিং হয়। ক্যামনে হয় কোন ধারণাই ছিলো না। স্যাররাও শিখায় নাই। আমি যেমন আজকের ইভিনিং ক্লাসে সিটি স্ক্যানের ইমেজিং এর প্রাথমিক ধারণা দিলাম ম্যাটল্যাব দিয়ে। ২*২ পিক্সেলের জন্যে সহজ ১২ লাইনের প্রোগ্রাম। গ্রে-স্কেল ইমেজিং।
যাই হোক, মনের দুঃখে অনেক কথা লিখে ফেললাম। কাজের কথা বলি। ইমেইল চেক করেন। পাঁচটা লেকচারের পিডিএফ পাঠিয়েছি। এগুলো MIT এর ম্যাটল্যাব কোর্সের লেকচার। এতো সুন্দর করে কোথাও আর পাই নাই। উদাহারণ করে দেয়া আছে এবং সেই সাথে প্র্যাকটিস করার জন্যে কয়েকটা করে এক্সারসাইজও দেয়া আছে। এই লেকচারগুলো ফলো করলে আপনি ইন্টারমিডিয়েট লেভেলের ম্যাটল্যাব প্রোগ্রামার হতে পারবেন। আর নিউমেরিক্যালের জন্যে যতদুর মনে পড়ে লেকচার ৩ পর্যন্ত করলেই হবে।
একবার দেখেছিলাম ম্যাটল্যাবে কবিতাও লেখা যায়
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » প্রোগ্রামিং » হিজিবিজি কথাবার্তা - ০১ (প্রোগ্রামিং, ম্যাটল্যাব, সাহায্য দরকার)
০.০৫৯১৪০৯২০৬৩৯০৩৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪৩.২৩৭২৭১৮৬৩০৯৫ টি কোয়েরী চলেছে