টপিকঃ ডিজিটাল নিরাপত্তায় রাজধানী ঢাকা
রাজধানীতে নিরাপত্তা বৃদ্ধির জন্য নতুন করে বসানো হচ্ছে আরও পাঁচ হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা। নির্বাচনী ওয়াদা হিসেবে রাজধানীবাসীর নিরাপত্তার স্বার্থে এসব ক্যামেরা লাগানো হচ্ছে। রাজধানীবাসীর জানমালের নিরাপত্তায় বিভিন্ন এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে মিলে গুলশান বনানী তথা কূটনৈতিক এলাকায় ৬৫৬টি ক্যামেরা বসানো হয়েছে এবং আরো ৫০০ এর মতো ক্যামেরা লাগানোর কাজ চলমান রয়েছে। এছাড়া আরো ৫ হাজার ক্যামেরা বসানো হচ্ছে এবং সেটাও উত্তর সিটি সীমানার বিভিন্ন এলাকায় লাগানো হবে। এছাড়াও রাজধানীতে চলাচলকারি সব বাস কোম্পানিকে একত্রে ছয়টি কোম্পানি করে ৬ রংয়ের বাস করার চিন্তা-ভাবনা করছে সরকার। এতে বাস ব্যবস্থাপনা সহজ হবে। অনেক সময় আমাদের মা-বোনরা বাসে উঠতেই পারছেন না। এসব সমস্যা সমাধানের জন্য ৫শ’ কোম্পানির ৫ হাজার বাস ৬টি কোম্পানির আওতায় নিয়ে আসা হবে। ফলে প্রতিযোগিতা কমে যাবে। কারণ কোম্পানিগুলো নিজ নিজ লভ্যাংশ পাবে। নগরের যেকোনো সমস্যা ছবি তুলে পাঠিয়ে দিতে পারবেন ‘নগর’ এ্যাপটির মাধ্যমে। অ্যাপটিতে যে বিশেষ সিকিউরিটি অপশন রাখা হয়েছে তা বিশ্বের কোনো এ্যাপসে নেই। এর কল্যাণে কেউ বিপদে পড়লে তা তার অভিভাবককে জানাতে পারবেন মাত্র ৫ সেকেন্ডে। অ্যাপে ৫ সেকেন্ড চেপে ধরলেই সংকেত পৌঁছে যাবে। শুধু তাই নয়, পাশপাশি বিপদ সংকেতটি চলে যাবে পুলিশ কন্ট্রোল রুমেও। এভাবে রাজধানীতে সকল ধরনের নিরাপত্তা জোরদার ও আধুনিক হচ্ছে।