টপিকঃ নির্যাতন প্রতিরোধে পাঠ্যবইয়ে হেল্পলাইন নম্বর
দেশব্যাপী ক্রমবর্মমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নতুন শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের সব পাঠ্যবইয়ের মলাটে ছাপানো হয়েছে নারী ও শিশু নির্যাতনের প্রতিকার ও প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের নম্বর ‘২০৯২১’। এ ধরনের কোন ঘটনা ঘটলে পাঠ্যবইয়ের মলাটে দেওয়া ‘২০৯২১’ নম্বরে যোগাযোগ করে সাহায্য পাওয়া যাবে। সামাজিক অবক্ষয়ের সর্বগ্রাসী আগ্রাসনে দেশে সম্প্রতি প্রাথমিকের শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সময়ে ইভটিজিং, নির্যাতন, খুন, ধর্ষণের শিকার হচ্ছে। ঘরে-বাইরে নানাভাবে নির্যাতিত-নিগৃহীত হচ্ছে নারীরা। সামাজিক অস্থিরতা, পারিবারিক বিরোধ, প্রতিহিংসা, লালসা ও স্বার্থের দ্বন্ধে প্রতিনিয়ত নিগ্রহ, নির্যাতন, ধর্ষণ ও হত্যাকান্ডের শিকার হচ্ছে শিশুরাও। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সামাজিক আন্দোলন ও গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই পাঠ্যবইয়ে ন্যাশনাল হেল্পলাইনের নম্বর ছাপানোর সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই হেল্পলাইনে ২৪ ঘণ্টা টোল ফ্রি সার্ভিসের ব্যবস্থা থাকবে। বর্তমান গণবান্ধব সরকারের এই ব্যতিক্রমী উদ্যোগ দেশের নারী ও শিশু নির্যাতন পরিস্থিতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে, এটাই সকলের প্রত্যাশা।