আপাতত উইন্ডোজ ১০ এর এজ ব্রাউজারে এটা করা সম্ভব বলে মাইক্রোসফট বলেছে, কিন্তু এখোনো কোন ইম্কপ্লিমেটেশন ডক দেখিনাই। তাই আপাতত এই জিনিশ পিএইচপি দিয়ে করা সম্ভব না। চাইলে ভেঙ্গেচুরে একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারেন নিচের মত করে।
১। ফিঙ্গারপ্রিন্টের ইমেজ ক্যাপচার করে সার্ভারে পাঠান।
২। NIST Biometric Image Software দিয়ে সার্ভারে ম্যাচ খুজুন, ম্যাচ পেলে ইউজার লগিন করিয়ে দিন।
এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।