টপিকঃ একটু ভাবুনতো........
আমাদের দেশে বেশিরভাগ ছেলেদের আসলে নিজের বলতে কিছুই থাকেনা। এরা পড়াশোনা শেষ করতে না করতেই এদেরকে স্পষ্ট বুঝিয়ে দেয়া হয় তোমাকে শীঘ্রই একটা জীবন্ত এটিএম বুথ হতে হবে, তুমি পৃথিবীতে এসেছো রেসপন্সিবলিটি নামক যাতাকলের নীচে নিজেকে পিষতে। কারন তুমি 'ছেলে'। এবং এরা মা-বাবা, ভাই-বোনদের ভালো থাকা খাওয়া নিশ্চিত করতে বেরিয়ে পড়ে একটা জব এর জন্য। অনেক অপমান, গালাগালি এবং অনেক কষ্টের শেষে কোনো রকমে একটা জব পেলে, তিন-চার বছরের মাথায় সেই ছেলেকে বিয়ে করিয়ে দিয়ে মা বাবা তাদের দায়িত্ব শেষ করেন। আর সেই বেচারা মা-বাবা, ভাই-বোন, বৌ এবং একপর্যায়ে নিজের বাচ্চাকাচ্চার ব্রাইট ফিউচার নিশ্চিত করতে করতে, ফ্যামিলীর সবার স্বপ্ন পূরন করতে করতে, একসময় ভূলেই যায় তারও একান্ত কোনো স্বপ্ন ছিলো। একদিন সেও একজন ভালো সিঙ্গার বা ম্যাজিশীয়ান হওয়ার স্বপ্ন দেখতো। কিন্তু শেষ পর্যন্ত সেইসব স্বপ্নকে জলাঞ্জলী দিয়ে তাকে মেনে নিতে হয় পৃথিবীর সবকিছু। তবুও সে সমাজের প্রতিটি স্তরে একজন সামান্যতম প্রাণী মাত্র।