টপিকঃ কোনো পোষ্ট বা লিঙ্ক সরানো প্রসঙ্গে
প্রজন্ম ফোরামে পূর্বে দেওয়া কোনো পোষ্ট বা লিঙ্ক সরানোর কোনো উপায় আছে ? এইরকম কোন সিষ্টাম থাকলে আমাকে অনুগ্রহ করে বিন্তারিত জানান ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » কোনো পোষ্ট বা লিঙ্ক সরানো প্রসঙ্গে
প্রজন্ম ফোরামে পূর্বে দেওয়া কোনো পোষ্ট বা লিঙ্ক সরানোর কোনো উপায় আছে ? এইরকম কোন সিষ্টাম থাকলে আমাকে অনুগ্রহ করে বিন্তারিত জানান ।
মডারেটরকে পোস্ট সরানোর অনুরোধ করতে পারেন।
আগের পোস্ট এডিট করে সেখানে গঠনমূলক লেখা দিতে পারেন।
আচ্ছা, এডিট করার জন্য কী আমাকে ”সস্পাদান” অপসনে যেতে হবে ? আর কীভাবে আমি মডারেটরকে পোস্ট সরানোর অনুরোধ করতে পারি ? এই ক্ষেত্রে কী আমাকে গো:বা: দিয়ে মডারেটরকে পোষ্ট সরানোর জন্য আবেদন করতে হবে ?
আচ্ছা, এডিট করার জন্য কী আমাকে ”সস্পাদান” অপসনে যেতে হবে ? আর কীভাবে আমি মডারেটরকে পোস্ট সরানোর অনুরোধ করতে পারি ? এই ক্ষেত্রে কী আমাকে গো:বা: দিয়ে মডারেটরকে পোষ্ট সরানোর জন্য আবেদন করতে হবে ?
![]()
একটু গুগাগুতি করেই দেখেন -- আপনার জন্য ঐ অপশন খোলা থাকে মানে, কিছু নিশ্চয়ই করা যায়। আর ভুল টুল হলে কম্পিউটারের স্ক্রিন থেকে ভুতটুত বের হওয়ারও চান্স নাই ... ...
দুইটা বিষয়েই আপনার অনুমান সঠিক।
ধন্যবাদ ভাই মূল্যবান পরামর্সের জন্য। আমি এখন প্রাটিকেলি কাজটা করব। এখন এখানে একটা লিঙ্ক দিব তারপর সেটাকে আবার কয়েক দিন পর সরাবে। যেমন, এখন আমি একটা লিঙ্ক দিলাম যেটা কিছুদিন পর চেঞ্জ করার চেষ্টা করে দেখব।
সমন্বয়ক নোট: প্রজন্ম ফোরাম কোন স্পামিং প্লাটফর্ম না। এখানে কায়দা করে স্পাম করার চেষ্টা করবেন।
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » কোনো পোষ্ট বা লিঙ্ক সরানো প্রসঙ্গে
০.০৩৪৯৫৫৯৭৮৩৯৩৫৫৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৪৩১২৭২৩৩০৪৪১ টি কোয়েরী চলেছে