Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী
আমি মনে করেছিলাম...উইন্ডোজ বা লিনাক্সের কোন specific ফিচার কাজ করবে না।
ফাংশান কি দিয়ে নাম্বার লেখা যায়
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী
আমি মনে করেছিলাম...উইন্ডোজ বা লিনাক্সের কোন specific ফিচার কাজ করবে না।
ফাংশান কি দিয়ে নাম্বার লেখা যায়
শামীম ভাই, আমিও ল্যাপটপ কিনবো সহসা। লিনাক্স সাপোর্ট কেমন সেটা তো বললেন না। আমার একটা লেনভো ব্যবহার করার অভিজ্ঞতা আছে। ওটায় উবুন্টু দিলেই গরম হতো। তারপরে ইনস্টল করতেও অনেক হ্যাপা ছিল। তাই লেনোভো একটু ডরাই। লিনাক্স সাপোর্টের জন্য আসুস বেস্ট আমার জন্য ছিল। এখন ওয়েটাই আপনার উত্তরের জন্য।
শামীম ভাই, আমিও ল্যাপটপ কিনবো সহসা। লিনাক্স সাপোর্ট কেমন সেটা তো বললেন না। আমার একটা লেনভো ব্যবহার করার অভিজ্ঞতা আছে। ওটায় উবুন্টু দিলেই গরম হতো। তারপরে ইনস্টল করতেও অনেক হ্যাপা ছিল। তাই লেনোভো একটু ডরাই। লিনাক্স সাপোর্টের জন্য আসুস বেস্ট আমার জন্য ছিল। এখন ওয়েটাই আপনার উত্তরের জন্য।
লিনাক্স মিন্ট চালাচ্ছি। দিন দুয়েক আগে ডিস্ট্রো আপগ্রেড করলাম ঝামেলাবিহীন। তবে দুটো ঝামেলা আছে (বা ছিলো) --
১। একেবারে শুরুতে ডিস্ক ফরম্যাটিং - পার্টিশনিংএর সময়ে ক্লাস্টার সাইজ নিয়ে একটা এরর দিয়েছিল। ওটা ইগনোর করতে বলে সব করেছি। আপাতদৃষ্টিতে এটা এখনও কোন সমস্যা করেছে বলে মনে হয় নাই।
২। এটার ওয়্যারলেস চিপসেট হল Qualcomm Atheros যেটা লাইভ সিডিতে অনায়েসে কাজ করছিলো কিন্তু ইনস্টলের পরে এটাকে অপারেটিং সিস্টেম আর চিনেনা। পরে ঘাটাঘাটি করে সেটার ফার্মওয়্যার ইনস্টল করতে হয়েছিল। এরপর তেমন আর সমস্যা করেনি। মাঝে মাঝে গায়েব হয়ে যায়, তবে রিস্টার্ট দিলে আবার ওয়াইফাই পায়।
এমনিতে NVIDIA গ্রাফিক্স কার্ড সমস্যা করছে না - তবে এটার সেটাপটা একবার শিখে নিতে হয়। আমি আগের ল্যাপটপে সেটা শিখে গিয়েছি বলে এবার এটা নিয়ে সমস্যা আছে কি না সেটা টেরও পাই নাই। যদিও ব্যাটারি ড্রেইন কমাতে ওটা সাধারণত অতি দরকার ছাড়া (থ্রি-ডি মডেলিংএর কাজ ছাড়া) চালাই না।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী
০.০৪৫০৮৯০০৬৪২৩৯৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৭২৮৯৮৩৩৪৮৯৩২ টি কোয়েরী চলেছে