সর্বশেষ সম্পাদনা করেছেন Ashikuzzaman (১৫-১০-২০১৬ ০৯:৩১)

টপিকঃ টিকিটের নামে সহজের প্রতারনা এবং কৌশলে টিকিট নেওয়ার উপায়

বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজের অফিসিয়াল অনলাইন পার্টনার হচ্ছে Sohoz.com . অফিসিয়াল পার্টনার হওয়ায় মানুষের সুবিধার জন্য তারা চালু করেছে

অনলাইনে টিকিট বিক্রি। কিন্তু নাম দেখে যতটা সহজের মনে হয় , ভেতরে আসলে ততটাই কঠিন।

এর আগে সিরিজের ১ম ম্যাচে একসাথে ১৫০০০ টিকিট ছাড়লেও , কয়েক মিনিট পর দেখা যায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে।

কিন্তু প্রসেসিং এত সহজ না যে , একজন এক ক্লিকেই সব টিকিট কিনতে পারবে । নিয়ম অনুযায়ী এক মোবাইল নাম্বার এবং ইমেইল ব্যবহার করে ৩ টি টিকিটের বেশি টিকিট কেনা যাবে না ।

তাহলে প্রশ্ন , এত টিকিট তাহলে এত কম সময়ে যাচ্ছে কোথায় ?

তৃতীয় ম্যাচের আগে নিয়মে আনা হয় কিছু পরিবর্তন । এবার আর সব টিকিট একসাথে না দিয়ে নির্দিষ্ট সময় পর পর অল্প সংখ্যক করে টিকিট ছাড়া হচ্ছে ।

কিন্ত ভোগান্তির যেন শেষ নেই ।  কয়েক সেকেন্ডেই বিক্রি হয়ে যাচ্ছে সব টিকিট । অন্যদিকে টিকিট কালোবাজারি রা করছে রমরমা ব্যবসা।

দেখার নেই কেউ !!!!!!!



কিছু কৌশল অবলম্বন করলেও হয়ত ভাগ্যক্রমে আপনিও পেয়ে যেতে পারেন একটি টিকিট

১। কিছুক্ষন পর পর ওয়েবসাইট রিফ্রেশ দেন ।   ২০-২৫ মিনিট পর পর টিকিট আসছে ।

Re: টিকিটের নামে সহজের প্রতারনা এবং কৌশলে টিকিট নেওয়ার উপায়

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত