Re: বাটলারকে খোলা চিঠি
বাটলার আসতে চেয়েছে বলে এই সিরিজ হতে পারছে সেজন্য সে ধন্যবাদ পেতেই পারে তারমানে এই নয় "মাদার**র" বলে গালি দিলে আমরা চেয়ে চেয়ে দেখব। কোন এককালে আমরা তাদের কলোনী ছিলাম এদেশীয়রা (নেটিভ) বাঁটে পড়ে তাদের শোষনের স্বীকার হয়েছিলাম তাই আমরা সাদা চামড়া দেখলেই শুয়ে পড়ব এমন কলোনিয়াল হ্যাংওভারে থাকা বাটলারদের শোভা দেয় না।
অয়ন ভ্রাতা কোন ধারা ভাঙলে কী শাস্তি সেটাও জানান নইলে এক ধারায় জরিমানা অন্য ধারায় কেবলই তিরস্কার কেমন যেন হয়ে যায় না।
Re: বাটলারকে খোলা চিঠি
পাকিস্তান, ইন্ডিয়া, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া এই চারটা দলকে আমি দেখতে পারিনা। বাটলার, বেয়ারস্টো, স্টোকসদের ছ্যাবলামী, ধারাভাষ্যকারদের পা-চাটামী আর ক্রিকইনফোতে কতিপয় বাংলাদেশীর কমেন্ট পইড়া মাথার ভিত্রে কি হইতেছিলে বুইঝ্যা লন ব্রিটদের মতো হিপোক্রেট জাতি খুব কমই আছে
Re: বাটলারকে খোলা চিঠি
আহা, ছোট মানুষ...মাফ করে দেন বাটলারকে
আমার কাছে মনে হচ্ছে এটা বোধ হয় খেলারই অংশ। টানটান উত্তেজনার মশলা। ক্রিকেট ভদ্দরনোকের খেলা থেকে অনেক আগেই নির্বাসিত হয়েছে!
Re: বাটলারকে খোলা চিঠি
লোকজন বলতেসে যে, লেখাটা ইংরেজী করে ফেলতে। বাটলারের টুইটারে নাকি পোস্ট করবে। কারও হাতে সময় আছে অনুবাদ করার মতন?
১৩ ১১-১০-২০১৬ ১৯:১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (১১-১০-২০১৬ ১৯:২১)
Re: বাটলারকে খোলা চিঠি
লক্ষন দেখে মনে হচ্ছে বাটলার মিয়ার ছিছকাদুনে ব্যারাম আছে!
ভিডিও ঘেটে তার অতীত - আউট হবার প্রতিকৃয়া গুলো একত্র করতে পারলে ব্যাপারটা পরিস্কার হত। 'গ্রেটেস্ট ক্রাই বেবী অব ক্রিকেট ওয়ার্ল্ড' জাতীয় খেতাব পেয়ে যাওয়া অসম্ভব কিছুনা!!