টপিকঃ আমার নাম এলিয়েন
অনেকদিন আগে ফোরামে আসলেও আসলে দুনিয়ার ব্যস্ততম মানুষ হওয়ায় নিজের পরিচয় টাও দেওয়া হয়নি।
আমার নাম এলিয়েন
এ জগতের বাসিন্দা আমি না। এসেছি সুদূরের লাইকোফোবিয়া নামক গ্রহ থেকে।এসেছিলাম ভার্সিটি ট্যুরে। কিন্তু আসার পর দেখি এ গ্রহে বাংলাদেশ নামক একটা জায়গা আছে, আর ঐ খানে আছে প্রজন্ম ফোরাম।
আর যেতে পারলাম না,মানুষ ক্র্যাশ খায় নারীর উপর,আর আমি খেলাম প্রজন্ম ফোরাম এর উপর।।
আমাকে গ্রহন করে নিবেন সবাই।