টপিকঃ সাহায্য কামনা করে পোস্ট প্রসংগ(VR Headset)
আসসালামু আলাইকুম,
ফোরামের সকল বন্ধুগন,বড় ভাই ও বোন আশা করি আপনারা সকলে ভাল আছেন।আমি বিগত কয়েকদিন ধরেই একটি VR Headset কিনব বলে ভাবছি,কিন্তু অনলাইন এ এত এত বেশী প্রোডাক্ট সেলার হয়েছে বুঝতে পারছিনা কার কাছ থেকে এবং কোনটা কিনব?তাই আপনাদের সহায়তার জন্য আমি আজকের এই পোস্টটি করলাম।আমি আশা করব আপনারা আমাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন।সকলকে ধন্যবাদ।