টপিকঃ আফগানিস্তান বধে শততম ওয়ানডে জয়ের স্বাদ পেল বাংলাদেশ
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ নির্ধারণী দ্বৈরথ ছিল কাল। আগের দুই ম্যাচে দাঁতে দাঁত চেপে লড়াই করা আফগানরা ১-১ সমতায়। প্রতিশ্রুতি ছিল তাই জমজমাট তৃতীয় ম্যাচের। সিরিজে এই প্রথমবারের মতো যে খোলস ছেড়ে বেরোয় বাংলাদেশ! ব্যাট-বলের দাপটে চূর্ণ করে দেয় প্রতিপক্ষকে। জেতে ১৪১ রানের বিশাল ব্যবধানে। বাংলাদেশ যে খেলে বাংলাদেশের মতো! দাপটের সঙ্গে। আধিপত্য বিস্তার করে। ১৪১ রানের বিশাল ব্যবধানের জয় সেই বার্তাই দেয়। টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয়ের সঙ্গে তাই এই ফরম্যাটে শততম জয় হয়ে যায় বাংলাদেশের ক্রিকেট-বীরদের। বাংলাদেশের সেই জয়ের ভিত্তি ব্যাটসম্যানদের গড়ে দেওয়া। তামিম ইকবাল-সাব্বির রহমান জুটির। ওয়ানডে ক্যারিয়ারে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নেন তামিম। সাকিব আল হাসানকে ছাড়িয়ে শতরান সংখ্যা চূড়া দখল করেন এককভাবে। আর কাল প্রথমবারের মতো ওয়ানডের তিন নম্বরে নেমেই ৫০ পেরোনো ইনিংস সাব্বিরের। দুজনের ১৪০ রানের জুটিতে বড় স্কোরের পথ খুঁজে পায় বাংলাদেশ। তাতে ভাগ্যের সহায়তা রয়েছে সত্যি। কেননা পুল করতে যাওয়া তামিমের ভুল টাইমিংয়ের শটে সহজ ক্যাচ যখন ফেলে দেন আসগর স্ট্যানিকজাই, তিনি তখন মাত্র ১ রানে। এর কী চড়া মূল্যই না চুকাতে হয় আফগানদের! আউট হওয়ার আগে ১১৮ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে যান তামিম। কিন্তু তাঁর ওপেনিং সঙ্গী সৌম্য সরকারের দুঃসময়ের গেরো কাটে না কালও। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন ১১ রানে। তামিম-সাব্বিরের হাল ধরা এরপর। তাতে ৩০ ওভারে এক উইকেটে ১৫৭ রানের শক্তিশালী অবস্থানে চলে যায় বাংলাদেশ। এরপর কেউই নজর কাড়ার মত ভুমিকা রাক্তে পারেনি শেষ দিকে এক মাহমুদ উল্লাহই কেবল ২২ বলে অপরাজিত ৩২ রান করে বাংলাদেশের স্কোর নিয়ে যান ২৭৯-তে। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ২৬৫ রান প্রায় টপকে ফেলার জায়গায় চলে যায় আফগানিস্তান। কালকের স্কোরেও শুরুতে তাই ছিল না স্বস্তি। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে মাশরাফি দারুণভাবে মোহাম্মদ শাহজাদকে বোল্ড করে আশ্বস্ত করেন যেন সবাইকে। কিন্তু পরের বল করতে গিয়েই তো ওই ইনজুরি-আশঙ্কার অস্বস্তি। তা সামলে পরে ছোট রানআপেও দারুণ বোলিং করেন অধিনায়ক। ৬-২-১৫-১ বোলিং বিশ্লেষণ সেই সাক্ষ্য দেয়। আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোশাররফ হোসেন (৮-১-২৪-৩), তাসকিন আহমেদরাও (৭-০-৩১-২) দেন যোগ্য সংগত। ফলে ৩৩.৫ ওভারে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ১৪১ রানের বিশাল জয়ে সিরিজের পাশাপাশি শততম ওয়ানডে জয়ও নিশ্চিত করে বাংলাদেশ।