টপিকঃ এখন বাংলায় কিভাবে লিখবো?
আগে ফোরামে বাংলা লিখতে পারতাম এখন আর লিখতে পারিনা, এখন অন্য স্থান থেকে লিখে এনে এখানে পেস্ট করতে হচ্ছে, আগে ফোরামের পেজের নীচে লিখা থাকতো
ভার্চুয়াল
ফোনেটিক
ইউনিজয়
বিজয়
english
এখান থেকে ইউনিজয় সিলেক্ট করে বাংলায় লিখতাম এখন আর সেই অপশানটি দেখতে পারছিনা,
এখন বাংলায় কিভাবে লিখবো?