টপিকঃ XIAOMI (সাওমি) ফোন কেনার ব্যাপারে পরামর্শ চাই

বর্তমানে সাওমি ফোনের জনপ্রিয়তা বাংলাদেশে ও ব্যাপক
কিন্তু বাংলাদেশে অনেক অনলাইন ও অফলাইন এ সাওমি ফোন বিক্রি করছে
এর মধ্যে আছে

gadgetgang7
DXGeneration
Noorjahan.Int
And
Recently GRAMEEN PHONE
কিন্তু
GRAMEEN PHONE দাবি করছে তাদেরটাই original phone with 1 year international warranty

যেহেতু বিদেশে কেউ নেই তাই বাংলাদেশ থেকে যদি সাওমি ফোন কিনতে হয় তবে কাদের কাছ থেকে কেনা ভালো হবে ?
আশা করি আপনাদের থেকে অনেকে জানা অজানা তথ্য পাবো
ধন্যবাদ

Re: XIAOMI (সাওমি) ফোন কেনার ব্যাপারে পরামর্শ চাই

গ্রামীণফোনের এইটা নিয়ে বহু কথা হচ্ছে। লোকাল নিউজপেপার ছাড়া এই তথ্যের কোন প্রমাণ নেই। এর আগেও গ্রামীণফোন ব্ল্যাকবেরী নিয়ে আসছি বাংলাদেশে একই কথা বলে, পরের ঘটনা সবাই জানেন  hehe

আমি কিনেছি গেজেট গ্যাং ৭ থেকে, মার্কেটের অন্যদের থেকে দাম বেশি পড়ছে sad আর ওয়ারেন্টি টেকনিক্যালি কেউই সেভাবে দিচ্ছে না। সো ইস্যু হচ্ছে পরিচিত যারা যেখান থেকে সাজেস্ট করছে নিয়ে নেন। ইদানিং নুরজাহানের প্রচ্রুর নাম ডাক শুনি

Re: XIAOMI (সাওমি) ফোন কেনার ব্যাপারে পরামর্শ চাই

Re: XIAOMI (সাওমি) ফোন কেনার ব্যাপারে পরামর্শ চাই

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: XIAOMI (সাওমি) ফোন কেনার ব্যাপারে পরামর্শ চাই

আমি XIAMOMI Note 4 Pro ব্যবহার করছি । বসুন্ধরা শপিং মল থেকে কিনেছি । নুর জাহান বা অন্যান্য যে কোন দোকান থেকে নিতে পারেন তবে চেক করে দেখবেন যে গ্লোবাল ভার্সন ফোন দিয়েছে নাকি চাইনিজ ভার্সন । আমার টা গ্লোবাল ভার্সন এবং ফোন টা ব্যবহার করে আমি পুরোপুরি  satisfied। ব্রাউজিং,ডাউনলোড  স্পীড ,ক্যামেরা সব অনেক ভাল।

Re: XIAOMI (সাওমি) ফোন কেনার ব্যাপারে পরামর্শ চাই

কমের মধ্যে এর দাম কত?

Re: XIAOMI (সাওমি) ফোন কেনার ব্যাপারে পরামর্শ চাই

Re: XIAOMI (সাওমি) ফোন কেনার ব্যাপারে পরামর্শ চাই

দাম কত হবে ?

Re: XIAOMI (সাওমি) ফোন কেনার ব্যাপারে পরামর্শ চাই

আমি ২০১৬ তে ইন্ডিয়া থেকে শাওমি 3S Prime কিনেছিলাম। এখনো পর্যন্ত খুব ভালো সার্ভিস পাচ্ছি।  cool

-----------

১০

Re: XIAOMI (সাওমি) ফোন কেনার ব্যাপারে পরামর্শ চাই