টপিকঃ সুন্দরবনের শত্রু-মিত্র

সুন্দরবন নিয়ে ব্যাপক বিস্তারলাভ করা এই আন্দোলনের চরিত্র কী তা ভেবে দেখা দরকার। এটা কি কেবলই পরিবেশবাদী ও সাংস্কৃতিক বলয়ের চাপে গড়ে ওঠা কোন আন্দোলন? নাকি এর সাথে রয়েছে রাষ্ট্র-রাজনীতি কোন সম্পর্ক? চিহ্নিত করতে হবে সুন্দরবনের শত্রু-মিত্র। এই চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ না করে সুন্দরবন রক্ষার বিচ্ছিন্ন আন্দোলন কোন কাজে আসবে না। তাই বলে এখন যে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ছে তাকে কোনভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। বরং ছোট ছোট বিভেদ ও অনৈক্য মিটিয়ে সুন্দরবনের শত্রু-মিত্র পরিস্কারভাবে চিহ্নিত করে এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। তার জন্য সুন্দরবন সম্পর্কেও বস্তুনিষ্ঠ ব্যাখ্যা বা বোঝাবুঝির প্রয়োজন রয়েছে। এইসব দিক মাথায় রেখে দরকারী তথ্য উপাত্তসহ বিশ্লেষণের আলোকে এখানে সুন্দরবনের শত্রু-মিত্রকে চিহ্নিত করতে হবে।