টপিকঃ নতুন ফোন কিনতে সাহায্য করুন
আমার আড়াই বছরের সাথী S-4 mini টার কয়েকদিন আগে কুল্লু খালাস হয়ে গেলো। আমার ল্যাবের পরিচিত একজন মেকার নিয়ে গিয়ে ঠিক করে দিয়েছে অবশ্য। তবে ঠিক করে আনার পরে দেখলাম সে অত্যন্ত লজ্জ্বিতভাবে হেসে বললো, "স্যার, তিনটা আইসি পুড়ে গেছিলো। রিপ্লেস করে দিছি। কিন্তু অরিজিনাল আইসি তো নাই। তাই একটু গরম বেশি হইবো। অনেকদিন তো হইলো, এইটা পাল্টায় একটা নতুন নেন।" তাই কি আর করবো? নতুন একটা নিবো। বাজেট ১৫,০০০টাকার মতন। আমি মোবাইলে গেমটেম তেমন একটা খেলি না। তবে ফেসবুক অ্যাপ এবং হোয়াটসঅ্যাপের মতন জঘন্য ব্যাটারীখোর অ্যাপ ব্যবহার করি। আর হ্যাঁ, সবচেয়ে জরুরী অ্যাপ হিসেবে ব্যবহার করি ক্যামস্ক্যানার। মোবাইলের খাপ হিসেবে কিছু ব্যবহার করতে বিরক্ত লাগে। তাই কাভার ব্যবহার করিনা। কিছু হইলেই ছবিটবি তুলি আর ভিডিও করি। বেচারা S-4 mini টা ভিডিও করতে করতে মাঝে মাঝেই মেমোরি শেষ হয়ে হ্যাং হয়ে যেতো
যাই হোক, কইলাম তো কি করি আর না করি। এখন আপনারা দয়া করে আমার বাজেটের ভিতরে ভালো সেট যদি সাজেস্ট করেন অনেক উপকার হয়।