টপিকঃ নতুন ফোন কিনতে সাহায্য করুন

আমার আড়াই বছরের সাথী S-4 mini টার কয়েকদিন আগে কুল্লু খালাস হয়ে গেলো। আমার ল্যাবের পরিচিত একজন মেকার নিয়ে গিয়ে ঠিক করে দিয়েছে অবশ্য। তবে ঠিক করে আনার পরে দেখলাম সে অত্যন্ত লজ্জ্বিতভাবে হেসে বললো, "স্যার, তিনটা আইসি পুড়ে গেছিলো। রিপ্লেস করে দিছি। কিন্তু অরিজিনাল আইসি তো নাই। তাই একটু গরম বেশি হইবো। অনেকদিন তো হইলো, এইটা পাল্টায় একটা নতুন নেন।" তাই কি আর করবো? নতুন একটা নিবো। বাজেট ১৫,০০০টাকার মতন। আমি মোবাইলে গেমটেম তেমন একটা খেলি না। তবে ফেসবুক অ্যাপ এবং হোয়াটসঅ্যাপের মতন জঘন্য ব্যাটারীখোর অ্যাপ ব্যবহার করি। আর হ্যাঁ, সবচেয়ে জরুরী অ্যাপ হিসেবে ব্যবহার করি ক্যামস্ক্যানার। মোবাইলের খাপ হিসেবে কিছু ব্যবহার করতে বিরক্ত লাগে। তাই কাভার ব্যবহার করিনা। কিছু হইলেই ছবিটবি তুলি আর ভিডিও করি। বেচারা S-4 mini টা ভিডিও করতে করতে মাঝে মাঝেই মেমোরি শেষ হয়ে হ্যাং হয়ে যেতো  lol lol
যাই হোক, কইলাম তো কি করি আর না করি। এখন আপনারা দয়া করে আমার বাজেটের ভিতরে ভালো সেট যদি সাজেস্ট করেন অনেক উপকার হয়।

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

আপনার মিয়াভাইয়ের মতন লালামি ৩ কেনেন। বেশ ভাল তো সেট টা!

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

Redmi Note 3 Pro xD big_smile ১৭ এর মত লাগবে মনে হয়।

বর্তমানের জাতীয় ফোন  lol আমিও চালাই। তবে কেনার সময় IMEI নম্বর বক্সে এবং সেটে একই কিনা চেক করে নিয়েন। যদি mi.com/verify করে নিতে পারেন নেওয়ার সময় তাহলে আরও ভাল।

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

ধন্যবাদ উদাসীনদা এবং সাইফ। imei নাম্বারটা মিলিয়ে দেখার পরামর্শটা মনে রাখবো।

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

আমার রেডমি নোট ২ mi.com/verify এ মিলে না hmm যদিও অন্য থার্ড পার্টি সাইট এর মাধ্যমে ঠিক দেখায়।

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

Redmi Note 3। এই বাজেটে বেস্ট ফোন।

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

লুমিয়া ৭৩০ ডুয়াল সিম নিতে পারেন। আমি ১ মাস আগে কিনেছিলাম ১০৯০০ টাকায়।

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

বাজেট ওটাই যদি থাকে তাহলে রেড মি নোট ৩ ই কিনে ফেলেন।
তবে দুইদিন আগেও মনে হয় ৬৪ গিগা Moto X Pure ভার্সন দেখেছিলাম মাত্র $399 এ দিচ্ছিল।
মাত্র বলার কারন হলো, ওইটার সাথে একপিস Moto 360 Sport ফ্রী দিয়ে দিচ্ছিল সাথে।

১০

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

লুমিয়া এখন অনেক কম দামে পাওয়া যায়, এর কারনটাই বা কি, তারা হঠাৎ করে প্রায় অর্ধেক মূল্যে সেট বেচছে?

১১

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

১২

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

১৩

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

আমিও খেয়াল করেছি, লুমিয়া ৭৩০ কোথাও ১৮,৫০০ টাকা কোথাও ১২০০০
বুঝলাম না।
যেমন কিছু মার্কেটে প্লাস নেটে দুই একটা সাইটে খুজলে আপনি এখনো নকিয়া ১৬০০/১১০০ মডেলের সেট পাবেন। কিন্তু সেই সেটগুলোর ফিনিসিং ভালো না। এবং আমার দৃঢ় বিশ্বাস এগুলো নকিয়া বানায়ই নি। এগুলো যে কি আমি জানি না।
লুমিয়া ৭৩০ নিয়েও আমার সেম সন্দেহ

১৪

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

রাবনে বানাদি ভুড়ি :-(

১৫

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

১৬

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

Asus ZenFone সিরিজ দেখতে পারেন। ওই বাজেটের মধ্যে পাবেন।
তবে আমার যেনফোন২-র লোলাইট ক্যামেরা হতাশাজনক। ওটা বাদ দিলে চমৎকার একটি সেট।

Calm... like a bomb.

১৭

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

রাবনে বানাদি ভুড়ি :-(

১৮

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

২০

Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন

তাহলে Redmi Note 3 অথবা Moto X এই দুটো'র মধ্য থেকেই একটা নিচ্ছেন, যদি Moto X নেন তবে কিছু দিনের মধ্যে একটা রিভিউ দিয়েন।

আর সম্ভব হলে "বানিয়াকি দিমাগ অউর মিয়াভাইকি ডেরিং" -টা কি তা একটু বুঝিয়ে দিয়েন।

...Finding...