২১ ০৫-০৮-২০১৬ ১৪:১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (০৫-০৮-২০১৬ ১৪:১৯)
Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন
আসুস জেনফোনের একাট ভার্সন এনেছে ৫০০০ mAh ব্যাটারী সহ। দাম ~১৬।
Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন
অবশেষে আজকে xiaomi redmi note3 pro হাতে পেলাম। অনেক জিনিসপত্রই খুঁজে পাচ্ছিলাম না। এখন কিছু কিছু জিনিস বুঝতে পারছি। কন্টাক্ট নাম্বারগুলো সিম থেকে নামিয়ে ফেলেছি সবার আগে মিয়াভাই আর আম্মাকে কল দিলাম। কথাবার্তা ভালোই শোনা যায়
ছবিটবি তুললাম। মজা লাগলো যে, ক্যামেরা শুধু ফেস ডিটেক্ট করেনা। আনুমানিক বয়সও ডিটেক্ট করার চেষ্টা করে, লিঙ্গও বলে দেয়
ছবির কোয়ালিটি ভালোই
গান বাজিয়ে দেখলাম। সাউন্ড কোয়ালিটি স্যামসাং এবং সনির চাইতে অনেক বেটার
এখনও গুগোলে সিঙ্ক করি নাই। করবো হয়তো কোন এক সময়। এখন ক্যামস্ক্যানার, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ নামানো হয়ে গেলে আজকের মতন ক্ষান্ত দিবো
সবাইকে অনেক ধন্যবাদ। স্ক্রিন প্রটেকটরসহ দাম পড়েছে ১৫৭০০ টাকা। এবং মিয়াভাইকি ডেরিং ই কাজে লাগলো
Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন
Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন
অভিনন্দন
বাই দ্যা ওয়ে, বাংলাদেশের বেশিরভাগ দোকানে শাওমির মোবাইলে অরিজিনাল OS থাকে না -_- চাইনিজ দুই নাম্বার কিছু একটা থাকে যা অরিজিনালের মতই, খালি বিজ্ঞাপন আসে বেশি, আর প্লেস্টোরে অনেক এপ দেখায় না প্লাস আপডেট দেরিতে পাবেন। অরিজিনাল সাইট থেকে রম নামিয়ে আপডেটার এপ দিয়ে আপডেট দিতে ভুলবেন না। মোবাইলের পারফর্মেন্সও দেখবেন বেড়ে গেছে।
Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন
Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন
Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন
ওয়াও 72~78k! That's fast!!
আমার Z3 টা মাত্র 58k এর মত স্কোর করে। অবশ্য চাচার দুই বছর হয়ে আসল... আর কত!
৩৩ ০৯-০৮-২০১৬ ০০:২২ সর্বশেষ সম্পাদনা করেছেন তার-ছেড়া-কাউয়া (০৯-০৮-২০১৬ ০০:২৫)
Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন
মজার ব্যাপার। ফোনের বাক্সের গায়ে হাতে লেখা প্রো, কিন্তু প্রিন্টেড নোট-থ্রি। ভিতরে ফোন ইনফো তে লেখা note 3 । pro লেখা নাই। তারউপর 78K er জায়গায় 72k পাইলাম। মন খারাপ হয়ে গেলো। আজ দিনে-রাতে দুইবেলা ক্লাস থাকায় আর ঘেটে দেখিনি। মিয়াভাইকে ফোন দিলাম। উনি মাথা খারাপ করে স্পেক তুলনা করে জানালেন। দেখলাম যে, আমার হার্ডওয়্যার ঠিকই আছে। এটা প্রো। শুধু ওএস ভার্সন মিলেনা। রম আপডেটেড না। তাই এই অবস্থা
৩৪ ০৯-০৮-২০১৬ ০৬:০৭ সর্বশেষ সম্পাদনা করেছেন RUSSEL13 (০৯-০৮-২০১৬ ০৬:৫৮)
Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন
Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন
আমার রেডমি৩ টার রম আপডেট করা। Tools এর মধ্যে যে Updater আইকনটা আছে - ওটা দিয়ে করা। এখন আমার রমের ভার্সন: MIUI 7.3 | Stable 7.3.2.0(LHPCNDD) আর অ্যান্ড্রয়েড ভার্সন: 5.1.1 LMY47V
তোমারটা আপডেট করে ফেল। আমার মনে হয়, অন্ততপক্ষে একবার হলেও এটা করা দরকার।
Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন
আপডেট দিলাম। কয় যে আপডেট আ্যভেইলেবল না
৩৮ ০৯-০৮-২০১৬ ০৯:৫৯ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (০৯-০৮-২০১৬ ১০:০০)
Re: নতুন ফোন কিনতে সাহায্য করুন
প্রায় ৬ বছর পর MIUI রম ব্যবহার করছি। ২০১০-এর দিকে স্যামী গ্যালাক্সী এস১-এ কাস্টম রমটা ইনস্টল করেছিলাম। জিঞ্জারব্রেডের আমলে অসাধারণ ছিলো রমটা। ফোনটা ফর্দাফাঁই না হওয়া পর্যন্ত ওটাই ব্যবহার করে গেছি।
mipad2 নিলাম কয়েক সপ্তাহ আগে। ios-এর প্রায় Ctrl+A,Ctrl+C,Ctrl+V ক্লোন হলেও ভালোই লাগছিলো। কিন্তু মেজাজ গরম হয়ে গেলো গুগল প্লেস্টোর নাই, আর ওই ভগিচগি গরুর খামার চাইনীজ নূডলস এ্যাপস্টোর যেটা আছে ওটাতে প্রায় সকল এ্যাপই (এমনকী ফায়ারফক্স) চাইণীজ ভাষায়। আর গুগলের এ্যাপগুলো নেই সঙ্গতঃ কারণে, সেই সাথে আমার সচরাচর ব্যবহৃত অন্যান্য এ্যাপও নেই। nytimes এর মতো এ্যাপগুলো আবার গুগল ছাড়া কাজ করে না।
পরে বহুত কেরদানী করে গুগল প্লে সিস্টেমস, জিমেইল ইত্যাদি ইনস্টল করলাম। এ্যাপস্টোরের কাজ এখন হচ্ছে - তবে অনেক এ্যাপ এখনো ডিস্টার্ব করছে। nytimes বা youtube-এ কিছু পড়তে/ দেখতে গেলেই মিনিটখানেক পর ব্যাক বাটন অটোমেটিক ক্লিক হয়ে পেইজ বা ভিডিও সরে গিয়ে হোমপেজে চলে যায়...
চীনা বাঁধাকপি নই বলে কি আমাদের ইজ্জত নাই নাকি?