টপিকঃ TL-MR3040 (portable) router - আমার সব 3G Modem "UnPlugged" বলছে
আজকে টিপিলিংক TL-MR3040 (portable) router নিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে, আমার সব 3G Modem "Unplugged" বলছে । গ্রামীন, টেলিটক ২টা দিয়েই চেষ্টা করেছি, তবে বাংলালায়নের মডেম চলছে ।
একই 3G Modem আমি অনেকদিন ধরে TP link router "MR3420" এ চালাই । রিবুট, ফার্মওয়্যার আপডেট - এসব করেছি ।
বুঝতে পারছি না সমস্যাটা কোথায় । আশাকরি কেউ এখানে আমাকে সাহায্য করতে পারবেন ।
ধন্যবাদ ।
Technical Information:
## Model - TL-MR3040
## Firmware - 3.17.1 Build 150921 Rel.63267n (upgraded)
## Hardware Version - MR3040 v2 00000000
## Internet Access - 3G/4G Only (Recommended)