টপিকঃ বিদেশে পড়াশোনা করতে যেতে করণীয়।।
অনেকেরই স্বপ্ন থাকে উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশে পড়তে যাওয়ার। কিন্তু তাদের অনেকেরই এই বিষয়ে ভাল ধারণা না থাকায় তারা প্রথমেই ছুটে যায় বিভিন্ন ট্রাভেল কোম্পানিতে, কারণ এই সকল কম্পানি তাদের চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ছাত্র এবং অবিভাবকদের বুঝায় যে তাদের কাছে আসলে ১০০% ভিসা পাওয়া যাবে; ভিসার আগে-পরে কোনো টাকা লাগবে না এইসব। কিন্তু তারা যখন কোন ছাত্রকে একবার কব্জা করে ফেলে তখন ঐ ছাত্র অবলীলায় তাদের হাতে টাকা তুলে দেয়। সত্যি কথা বলতে কি ভিসা পাওয়ার ক্ষেত্রে তাদের কোনো অবদান নেই। যদি কোন ছাত্র তাদের ওখান থেকে ভিসা পায় তবে বুঝতে হবে সে তার নিজের যোগ্যতায় ভিসা পেয়েছে। তাই সকলের উচিৎ এইসকল কম্পানির কাছে না গিয়ে সে যে দেশে যেতে চায় সেই দেশের এম্বাসীতে সরাসরি যোগাযোগ করা; তারাই বলে দেবে আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে। তাই বিদেশ যাওয়ার আগে এই সকল লোকদের কাছ থেকে দূরে থাকুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। এই ধরনের সেবা রাশিয়া, ফ্রান্স, জার্মানি, আমেরিকা , অস্ট্রেলিয়া সহ আরও অনেক দেশের দুতাবাসে পাওয়া যায়। আশাকরি বিষয়টি আপনাদের কাজে আসবে।
লেখা কেমন হয় মতামত দিবেন।(ofcourse meaningful)