Re: বিদেশে পড়াশোনা করতে যেতে করণীয়।।
mrswapon লিখেছেন:অনেকেই করে। স্টকহোমের অবস্থা মোটামুটি ভালো, তবে অন্য শহর গুলোতে একটু সমস্যা আছে। তবে কেউ না খেয়ে মরে না, একটা না একটা ব্যবস্থা হয়ে যায়
দেশের বাইরে না আসলে জীবনের মানেটা ঠিক মতো বোঝা যায় না। দেশ এ আলালের ঘরের দুলাল, আর এই খানে।তবে একটা জিনিস আমার ভালো লাগে যে এরা নিজের কাজকে সম্মান করতে জানে।
দেশের বাইরে যারা পড়াশুনা করতে (:lol:) আসতে চান, তাদের জন্য- চাকুরীর স্বপ্ন, টাকার স্বপ্ন দেখে যদি আসেন তাহলে পড়াশুনা শেষ না করে ফেরত যেতে হবে। আগে টাকার দিকে বেশী নজর না দিয়ে পড়াশুনার শেষ করতে হবে, তার পর অন্যকিছুভাই আপনি একদম আমার মনের কথাটা বলেছেন। নিজের জীবন কে বুঝতে হলে বিদেশে যাওয়া উচিত এবং হারে হারে টের পাবে যে কত ধানে কত চাল। কত গমে কত আটা।
তাইলে চইলা আসেন। তাতো আইবেন না। তখন আবার নানান কথা। ৪০/৫০ টাকা কেজির চাল আর ১২০ টাকা লিটারের তেল কিন্না ৩০/৪০ টাকা রিক্সাভারা দিয়া বাসায় গেলে বুঝবেন যে দিন চলে ক্যামনে। দূরে থাইকা বড় বড় কথা আমরাও কমু, খালি বাইরে যাওয়ার সুযোগটা পাইয়া লই। তখন আমিও দ্যাশরে খুব ভালবাসুমনে।~X(~X(--(--(
.............কলাপাতা সবুজ রং থেকে, ............
পিংক-ভায়োলেট-মেজেন্টা, .............আরও কত রং এর যুগে।।