টপিকঃ SEO
সালাম সবাইকে। যারা এসইও করেন অথবা করতে চান তাদের জন্য আজকে কিছু ব্যাপার আলোচনা করবো।
এসইও করতে গেলে আমাদের অনেক কিছু আনাল্যসিস করতে হয়। এইসব আনাল্যসিস করার জন্য আমাদের অনেক টুলস ইন্সটল করতে হয়। এইসব করতে করতে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলেন, অনেক সময় ঝামেলা হয় ব্রাউজার নিয়ে। তাই আজকে আপনাদের সামনে ১ টা টুল নিয়ে আসলাম যেটা দিয়ে 5 টি কাজ একসাথে করতে পারবেন।
যদিও গুগল সম্প্রতি পেজ রাঙ্ক দেখান বন্ধ করে দিলেও এই টুল দিয়ে আপনি পেজ রাঙ্ক দেখতে পারবেন।
*Majestic SEO
*SEMrush
*MOZ
*Ahrefs
* On page Metrics
এই টুল টি ইন্সটল করতে হলে আপনার প্রয়োজন গুগল ক্রম ব্রাউজার। আপনি www.serpworx.com এই লিঙ্ক থেকে এক্সটেনশন পেতে পারেন অথবা সরাসরি www.serpworx.com/download এই লিঙ্ক থেকে ইন্সটল করে নিতে পারেন। ইন্সটল করার জন্য অবশ্যই আপনাকে ইমেইল ভেরিফাই করতে হবে আর কাজ করার সময় আপটিতে লগ ইন থাকতে হবে। গুগল এ যে কোন কিছু সার্চ করুন আর দেখুন আপনার ফলাফল ১ টি টুল এর মধ্যেই।
টেকটিউন্স এ এইটা নিয়ে ১ টা পোস্ট করাও হয়েছে।
পোস্ট লিঙ্ক- http://www.techtunes.com.bd/seo/tune-id/448606
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাকে ইমেইল করুনঃ asadpolash@yahoo.com
ফেসবুকে আমিঃ https://www.facebook.com/meghlashokal