টপিকঃ রেলগাড়ি
রেলগাড়ি
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
রেলগাড়ি রেলগাড়ি
চলে যায় ডাক ছাড়ি
দূরদেশে দেয় পাড়ি
সিটি মারে তড়িঘড়ি।
দ্রুতবেগে রেল চলে
থামে ইষ্টিশান এলে।
সবুজ ধ্বজা দেখালে,
রেল চলে দ্রুততালে।
রেলগাড়ি আসে যায়,
চেনা জানা ঠিকানায়,
দেখি খোলা জানালায়,
গাছ মাঠে পাক খায়।
জীবনের রেলগাড়ি,
চলে এলো পাথাড়ি,
ভাঙে কত ঘর বাড়ি
শেষে যায় ধরা ছাড়ি।