টপিকঃ এ যেন রাজধানীর ‘ফুসফুস’
রমনা পার্ক ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পার্ক। ১৬১০ সালে ঢাকায় মোগলদের শাসন পাকাপোক্ত হওয়ার পর বাগানের অনুরাগী মোগলেরা এ উদ্যান রচনা করেছিলেন। তখন এর নাম ছিল ‘বাগ-ই-বাদশাহী’। এখনকার ইস্কাটন থেকে নীলক্ষেত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ, সচিবালয় পুরো এলাকাই ছিল রমনা। দেড় কোটি মানুষের শহর এই ঢাকা। ইট-পাথরের এই শহরে নির্মল বাতাস পাওয়া দুষ্কর।রাজধানীতে জনসংখ্যার ঘনত্ব অত্যধিক হওয়া সত্ত্বেও কোথাও যেন দম ফেলার ফুরসতটুকু নেই। কোথাও যেন এতটুকু ফাঁকা জায়গা একটু নির্মল বাতাস নেই। রাজধানী ঢাকার অন্যতম একটি বিনোদনকেন্দ্র ও মুক্ত জায়গা রমনা পার্ক। প্রচুর ঘাস, লতাগুল্ম, ছোট ও মাঝারি গাছ, মওসুমি ফুলে সমৃদ্ধ রমনা একটি ঐতিহ্যবাহী পার্ক। এখানে অতি দুর্লভ প্রজাতির বৃক্ষ যেমন রয়েছে, তেমনি অচেনা পাখির কলকাকলিতে প্রশান্তি খুঁজে পায় অট্টালিকাবদ্ধ এই শহরবাসী। রমনা পার্ককে দেশের একটি অনন্য উদাহরণ হিসেবে অক্ষুণ্ন। পরিবেশবাদীরা এ জন্য রমনা পার্কের নাম দিয়েছেন রাজধানীর ‘ফুসফুস’।