Re: ওপেনবাংলা কিবোর্ড - লিনাক্সের জন্য নতুন ইনপুট মেথড
মোমিনুল লিখেছেন:আমি tarminal ই পাচ্ছিনা! text entry settings or ibus-setup পেলাম না। স্টার্টআপের কথা বুঝলাম না..।
এটায় ওপেনবক্স ডেস্কটপ এনভায়রনমেন্ট ব্যবহার করা হয়েছে। ডেস্কটপে রাইট ক্লিক করলেই বাকিটা বুঝে যাবেন। ``ibus", ``ibus-m17n", ``m17n-db" and ``m17n-contrib" প্যাকেজগুলো সিন্যাপ্টিক থেকে ইন্সটল করতে হবে। স্টার্টআপ বলতে স্টার্টআপ অ্যাপ্লিকেশনস বুঝিয়েছিলাম।
http://linuxunderthesky.blogspot.com/20 … linux.html
ধন্যবাদ! আসল সমস্যা হল:
/usr/lib/x86_64-linux-gnu/libstdc++.so.6: version `GLIBCXX_3.4.21' not found
তাই ওপেনবাংলা কিবোর্ড স্টার্ট হচ্ছে না।
ibus আমার কাছে এমনেতেই আছে দেখলাম। ওপেনবাংলা কিবোর্ড ibus এ Add করতে ডেক্সটপ মেনুর Applications->Settings->Keyboard Input Methods এ গিয়ে Bengali থেকে OpenBangla Keyboard সিলেক্ট করুন। উপরের সমস্যাটি ঠিক করতে পারলে সব ঠিক হয়ে যাবে।