Re: ওপেনবাংলা কিবোর্ড - লিনাক্সের জন্য নতুন ইনপুট মেথড
@সাইফ দি বস ৭ কোনো আপডেট?
স্যরি ভাইয়া। টপিকের কথা একদম ভুলে গেছিলাম। ইনশাআল্লাহ ২৭ তারিখের পর আপডেট করে দিব।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » ওপেনবাংলা কিবোর্ড - লিনাক্সের জন্য নতুন ইনপুট মেথড
@সাইফ দি বস ৭ কোনো আপডেট?
স্যরি ভাইয়া। টপিকের কথা একদম ভুলে গেছিলাম। ইনশাআল্লাহ ২৭ তারিখের পর আপডেট করে দিব।
মোমিনুল লিখেছেন:@সাইফ দি বস ৭ কোনো আপডেট?
স্যরি ভাইয়া। টপিকের কথা একদম ভুলে গেছিলাম। ইনশাআল্লাহ ২৭ তারিখের পর আপডেট করে দিব।
ধন্যবাদ। স্যরি আপনাকে বিরক্ত করবার জন্য!
আমাদের আইকনের ডিজাইন সম্পর্কে আলোচনা শেষ হলে আমি প্রয়োজনীয় মাপ সমূহ বলে দিবো।
আবার ধন্যবাদ!
নতুন সাইট লঞ্চ করা হয়েছে! আগ্রহিরা কাজে লেগে পরুন!
ব্লগ ফিচার তো রয়েছেই!
@সাইফুল_বিডি ভাইয়া, আপনার ডিজাইন করা আইকনগুলোও অনেক সুন্দর হয়েছে! আমার কাছে shadow দাওয়া আইকনগুলো বেশ সুন্দর লাগছে, 'ও' এর স্টাইল সুন্দর হয়েছে।
আইকনের border round square অর্থাৎ অভ্রের আইকনের border এর মতো হলে কেমন হয়?
https://dl.dropboxusercontent.com/u/703 … bangla.png
https://dl.dropboxusercontent.com/u/703 … nbangla.ai
With Rounded Corners
@সাইফুল_বিডি ধন্যবাদ ভাইয়া। আমার কছে অন্যগুলোর চেয়ে লাল কালারের আইকনটি ভাল লাগছে। আমার 32X32, 16X16, 256X256, 512X512, 1024X1024 পিক্সেল সাইজের png ফরমাটের আইকন দরকার। ধন্যবাদ!
@সাইফ দি বস ৭ ধন্যবাদ এবং সরি ভাইয়া আপনাকে কষ্ট দেবার জন্য। আপনাকে আমার দেওয়া ডিজাইন থেকে @সাইফুল_বিডি ভাইয়ার ডিজাইনটি সুন্দর হয়েছে। সরি ভাইয়া আপনাকে জ্বালানোর জন্য!
ধন্যবাদ!
2 hours, 5 minutes and 53 seconds after:
Surprise!
https://dl.dropboxusercontent.com/u/703 … bangla.zip
@সাইফুল_বিডি ধন্যবাদ ভাইয়া! এখন ওপেনবাংলা কিবোর্ড নতুন আইকন গুলো ব্যবহার করে। ভাইয়া আপনি 48x48px সাইজের আরো একটি আইকন তৈরি করে দিতে পারবেন কি?
ধন্যবাদ!
http://www.picresize.com/ use this site for resizing.
OpenBangla Keyboard version 1.0.0: Probhat released!
সবাইকে অসংখ্য ধন্যবাদ!
ভাল উদ্যোগ।
আমি Cub Linux এ এটা ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না।
কোন উপায় ?
@জাহিদ সুমন ধন্যবাদ!
আমি Cub Linux এ এটা ব্যবহার করতে চেয়েছিলাম
কিন্তু পারলাম না।
কোন উপায় ?
ধন্যবাদ। আপনার ওএস কি 64 বিট?
ধন্যবাদ। আপনার ওএস কি 64 বিট?
হ্যাঁ আমার অপারেটিং সিস্টেম ৬৪-বিট
মোমিনুল লিখেছেন:ধন্যবাদ। আপনার ওএস কি 64 বিট?
হ্যাঁ আমার অপারেটিং সিস্টেম ৬৪-বিট
CubOS এ আমি ওপেনবাংলা কিবোর্ড ইন্সটল করেছি। সম্ভবত এই ওএস এ এইসব এ্যাপ্লিকেশন চালানো যায়না। আপনি চেষ্টা করেছেন কী?
CubOS এ আমি ওপেনবাংলা কিবোর্ড ইন্সটল করেছি। সম্ভবত এই ওএস এ এইসব এ্যাপ্লিকেশন চালানো যায়না। আপনি চেষ্টা করেছেন কী?
ইনস্টল হয় কিন্তু চালু হয় না। এটাতে আমাকে প্রভাতও আলাদাভাবে ইনস্টল করতে হয়েছিল (এর জন্য আমাকে আইবাস আরও হাবিজাবি সব প্যাকেজ ইনস্টল করে স্টার্টআপে যুক্ত করতে হয়েছিল।) ওপেনবাংলাও হয়তো স্টার্টআপে যুক্ত করতে হবে তবে কিভাবে করব তা আমার জানা নাই। ওদের ফোরামে লিখে দেখি কোন সাহায্য পাই কিনা।
মোমিনুল লিখেছেন:CubOS এ আমি ওপেনবাংলা কিবোর্ড ইন্সটল করেছি। সম্ভবত এই ওএস এ এইসব এ্যাপ্লিকেশন চালানো যায়না। আপনি চেষ্টা করেছেন কী?
ইনস্টল হয় কিন্তু চালু হয় না। এটাতে আমাকে প্রভাতও আলাদাভাবে ইনস্টল করতে হয়েছিল (এর জন্য আমাকে আইবাস আরও হাবিজাবি সব প্যাকেজ ইনস্টল করে স্টার্টআপে যুক্ত করতে হয়েছিল।) ওপেনবাংলাও হয়তো স্টার্টআপে যুক্ত করতে হবে তবে কিভাবে করব তা আমার জানা নাই। ওদের ফোরামে লিখে দেখি কোন সাহায্য পাই কিনা।
আমি tarminal ই পাচ্ছিনা! text entry settings or ibus-setup পেলাম না। স্টার্টআপের কথা বুঝলাম না..।
আমি tarminal ই পাচ্ছিনা! text entry settings or ibus-setup পেলাম না। স্টার্টআপের কথা বুঝলাম না..।
এটায় ওপেনবক্স ডেস্কটপ এনভায়রনমেন্ট ব্যবহার করা হয়েছে। ডেস্কটপে রাইট ক্লিক করলেই বাকিটা বুঝে যাবেন। ``ibus", ``ibus-m17n", ``m17n-db" and ``m17n-contrib" প্যাকেজগুলো সিন্যাপ্টিক থেকে ইন্সটল করতে হবে। স্টার্টআপ বলতে স্টার্টআপ অ্যাপ্লিকেশনস বুঝিয়েছিলাম।
http://linuxunderthesky.blogspot.com/20 … linux.html
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » ওপেনবাংলা কিবোর্ড - লিনাক্সের জন্য নতুন ইনপুট মেথড
০.০৮২৮৩২০৯৮০০৭২০২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৫৪১০৬১৬৭৯৮৫৪ টি কোয়েরী চলেছে