সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী আকরাম (০৬-০৫-২০০৮ ০১:৪৭)

টপিকঃ পথে ফোটা ফুল

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (০৫-০৫-২০০৮ ১১:৫৭)

Re: পথে ফোটা ফুল

সুন্দর ছবি মেহেদি ভাই। প্রথম দুটোর নাম আমিও জানি না। ৩য়টার নাম কাটাঁ বেগুন। আর ফোরামের সদ্যস্যের ছবি সাধারণত ফোকাস নামক সাব-ফোরামে দেয়া হয়। আবারও ধন্যবাদ ছবিগুলোর জন্য।

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

Re: পথে ফোটা ফুল

ভালো হয়েছে।এই ফুলগুলো আমি আগেও দেখেছি তবে নাম জানিনা। ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন
ওয়েব প্রোগ্রামার
ট্রেঞ্জা সফটওয়ার, ঢাকা।

Re: পথে ফোটা ফুল

খুব সুন্দর ছবিগুলি!!

Re: পথে ফোটা ফুল

পথ ঘাটে দেখা যায়, আমিও নাম জানি না্। nailbiting
ধন্যবাদ চমৎকার।

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: পথে ফোটা ফুল

Re: পথে ফোটা ফুল

শেষের চারটা অপরাজিতা।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন টাট্টুহর্স (০৫-০৫-২০০৮ ১৭:০৬)

Re: পথে ফোটা ফুল

মেহেদী ভাই আপনি প্রশংশার দাবিদার। ছবিগুলো পোষ্ট করে আমার স্মৃতিকে জাগিয়ে দিলেন। এখনই আমার গ্রামের বাড়ী যেতে ইচ্ছে করছে। বর্ষার সময় আমাদের গ্রামে রাস্তার ধারে এ জাতীয় অসংখ্য ফুল ফোটে। দেখে চোখ জুড়িয়ে যায়। হোক সেগুলো নাম গন্ধহীন বেজাত তারা যে আমাদেরকে নাড়ীর কাছে নিয়ে যায় এটা খুবই সত্য।

Re: পথে ফোটা ফুল

ছবি গুলো দেখে গ্রামের কথা মনে পরে গেল । ছবি গুলো অনেক সুন্দর

১০

Re: পথে ফোটা ফুল

অনেক ধন্যবাদ ভাই; ছবিতে এতো সুন্দর লাগছে নিজের চোখে দেখলে মনে হয় আরও উল্লসিত হতাম; কোন ক্যামেরা ব্যবহার করেছেন যদি জানাতেন প্লিজ!

রজনীবধুয়া

১১

Re: পথে ফোটা ফুল

অপরাজিতার এই নীল প্রজাতিটির নাম রবীন্দ্রনাথ দিয়েছিলেন নীলকণ্ঠী। এমন কম-চেনা ফুল, লতা, গুল্ম এসবের পরিচিতি নিয়ে দ্বিজেন শর্মা'র লেখা বই আছে। ছবি- লেখা সব মিলিয়ে অসাধারণ বই। মেহেদীকে ধন্যবাদ সুন্দর ছবির জন্য।