টপিকঃ ওয়েব পেজ এ ডাটা পাঠানো নিয়ে প্রশ্ন
ওয়েব পেজ এ post method দিয়া ডাটা পাঠানোর জন্য question mark ও ampersand ব্যবহার করে ডাটা পাঠানো যায়। আমি php দিয়া একটু কাজ করেছিলাম। ওখানে যে পেজ এ ডাটা পাঠাতে হবে সেটা এক্সটেনশন সহ লিখতে হত। যেমন: /page.php?data1=value1&data2=value2
কিন্তু, রিয়েল লাইফ এ কিসু কিসু জায়গায় এক্সটেনশন ছাড়াই question mark দিয়া ভ্যারিয়েবল ডিফাইন করা থাকে। আজ এটা খেয়াল করলাম - mail.google.com/mail/u/0/#drafts?compose=87979juu54c9
এখানে এক্সটেনশন ব্যবহার করা লাগেনি কেন? কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করলে এক্সটেনশন লাগে না?
একটু জানার জন্য এই প্রশ্ন টা করলাম। কেউ একটু ধৈর্য ধরে ব্যাখ্যা করলে অথবা কোনো রেফেরন্স লিংক দিলে ভালো হত।