Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে!
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
ভাই আপনি তো খুবি ভাল গান গান আমি একটা দুইটা গান বাজাইতে পারি। গাইতে পারি না
২৬ ১১-১২-২০১৬ ১৪:৪৫ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (১১-১২-২০১৬ ১৪:৫৩)
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
গানের গলা ত ভালই ছিল
নতুন কিছু কি করলেন এর মাঝে!
২৭ ১১-১২-২০১৬ ১৫:২৭ সর্বশেষ সম্পাদনা করেছেন তার-ছেড়া-কাউয়া (১১-১২-২০১৬ ১৫:২৭)
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
গানের গলা ত ভালই ছিল
![]()
নতুন কিছু কি করলেন এর মাঝে!
থ্যাঙ্কু । এইটা দিন তিনেক আগে করলাম। তাছাড়া মেলাগুলা আছে এ বছর করা। লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল
২৮ ১১-১২-২০১৬ ১৭:১২ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (১১-১২-২০১৬ ১৭:১৩)
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
ওয়েলকু!
করে ফেলছি ^_^
মানে একটা লাইক দিয়ে আসছি
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
কোকিল সাজা ভাল হয়েছে। আপনার গানের পছন্দ দেখে মনে হল আপনি ২০০০ এর দিকে এস.এস.সি দিয়েছেন। আমি নিজেও এসব গান শুনেই বড় হয়েছি। আপনার সবচেয়ে ভাল দিক হল দরদ দিয়ে গান করেন এটা অনেক সময় কন্ঠের খামতি ঢেকে দেয় (আপনার কন্ঠস্বর আসলেই ভাল)।
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
কোকিল সাজা ভাল হয়েছে। আপনার গানের পছন্দ দেখে মনে হল আপনি ২০০০ এর দিকে এস.এস.সি দিয়েছেন। আমি নিজেও এসব গান শুনেই বড় হয়েছি। আপনার সবচেয়ে ভাল দিক হল দরদ দিয়ে গান করেন এটা অনেক সময় কন্ঠের খামতি ঢেকে দেয় (আপনার কন্ঠস্বর আসলেই ভাল)।
ধন্যবাদ। ঠিক ধরেছেন। গানতো শিখি নাই, তাই গ্রামার জানিনা। গ্রামার যে শিখবো সেই ওস্তাদ নাই। গিটারও বাজাই জোড়াতালি দিয়ে। সব মিলায় আসলে নিজের আনন্দের জন্যে রেকর্ড করি। নিজেকে গায়ক গায়ক মনেহয়। ভালো লাগে আর রেকর্ডগুলো থাকলে মনেও থাকে যে, ও হ্যাঁ, এই গানটাতো মোটামুটি গাইতে পারতাম। ছোটখাটো অনুষ্ঠানগুলোতে তখন বাঁজায় কিঞ্চিৎ ভাব নেয়া যায়
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
ভাই একটা কাজ করলে ক্যামন হয়। আমরা একটা টপিক করি, যেটা ফোরামিক দের টুংটাং আপলোড হবে শুধু
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
ভাই একটা কাজ করলে ক্যামন হয়। আমরা একটা টপিক করি, যেটা ফোরামিক দের টুংটাং আপলোড হবে শুধু
![]()
এইটা করলে তো খুব ভালো হয়। আমার উদ্দেশ্য ছিলো যে, যারা আমার মতন হাতুড়ে গিটারিস্ট তারা এই টপিকে আসবে এবং সাহায্য করবে/নিবে। কিন্তু এইখানে আমিই নিজের কাভারগুলো পোস্ট করি। আর কেউ করেনা।
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
প্রথম লাইভ সেশন। গিটারে কাভার করলাম প্রিয় একটা হিন্দি গান। আল্লায় গলায় যে কেন আরেকটু জোর দিলো না
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
দুঃখ-বিলাস কাভার। লাইভ সেশন ২। পুরোটা দেখার দরকার নাই। লিরিক্স পড়ার চেষ্টা করায় খুবই আজব লাগতেসে আমারে দেখতে
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
ভাই একটা কাজ করলে ক্যামন হয়। আমরা একটা টপিক করি, যেটা ফোরামিক দের টুংটাং আপলোড হবে শুধু
![]()
ভাল বুদ্ধি ! এটা করে যেতে পারে।
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
কোকিল ভাইয়ের আপডেটেড রেকর্ডিং গুলা এক-এক করে শুনলাম, আপনি তো ফাটিয়ে দিচ্ছেন ভাই।
অফটপিক: এলাকার এক ছোট ভাইয়ের খুব শখ হইছে ইলেকট্রিক গিটার কেনার। বেশ কিছুদিন যাবত আমাকে নক্ করে যাচ্ছে দেখে-শুনে একটা ইলেকট্রিক গিটার কিনে দিতে। আমি তো এ সম্পর্কে কিছুই জানিনা।
আপনার ইলেকট্রিক গিটার সম্বন্ধে জানা-শোনা কেমন? আমাকে একটু হেল্প করা সম্ভব? আমার কর্মক্ষেত্র এলিফ্যান্ট রোড হওয়ায় একদিন একটা দোকানে কিছুক্ষণ বসে কথা বলেছিলাম। কিন্তু এক্যুস্টিক-এর মতো এতো সিম্পল না, অনেক হাঙ্কি-পাঙ্কি। একা এ বিষয় নিয়ে ঘাটাঘাটি করে কিনা আমার পক্ষে অসম্ভব। এ ব্যাপারে একটু দেখবেন প্লিজ।
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
কোকিল ভাইয়ের আপডেটেড রেকর্ডিং গুলা এক-এক করে শুনলাম, আপনি তো ফাটিয়ে দিচ্ছেন ভাই।
অফটপিক: এলাকার এক ছোট ভাইয়ের খুব শখ হইছে ইলেকট্রিক গিটার কেনার। বেশ কিছুদিন যাবত আমাকে নক্ করে যাচ্ছে দেখে-শুনে একটা ইলেকট্রিক গিটার কিনে দিতে। আমি তো এ সম্পর্কে কিছুই জানিনা।
আপনার ইলেকট্রিক গিটার সম্বন্ধে জানা-শোনা কেমন? আমাকে একটু হেল্প করা সম্ভব? আমার কর্মক্ষেত্র এলিফ্যান্ট রোড হওয়ায় একদিন একটা দোকানে কিছুক্ষণ বসে কথা বলেছিলাম। কিন্তু এক্যুস্টিক-এর মতো এতো সিম্পল না, অনেক হাঙ্কি-পাঙ্কি। একা এ বিষয় নিয়ে ঘাটাঘাটি করে কিনা আমার পক্ষে অসম্ভব। এ ব্যাপারে একটু দেখবেন প্লিজ।
ধন্যবাদ। হাতুড়েকে উৎসাহ দেয়া ভয়ানক হতে পারে
ইলেকট্রিক-গিটার নিয়ে আইডিয়া কম। তবে এক্সপার্ট আদমী চিনি। বাজেট বলেন। আমি খোঁজ নিয়ে দিবো। গিটারের সাথেতো জুম এফেক্স (সাউন্ড এক্সেলারেটর) আর অ্যাম্প (স্পিকার/উফার)কিনতে হবে। এই ব্যাপারটা তাকে বলে রাখবেন। আপনি আমাকে ফেসবুকে জানিয়ে রাখলে আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো।
অ্যাকুয়েস্টিক হলে আমি মোটামুটি বলতে পারতাম অবশ্য।
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
...ধন্যবাদ। হাতুড়েকে উৎসাহ দেয়া ভয়ানক হতে পারে
![]()
ইলেকট্রিক-গিটার নিয়ে আইডিয়া কম। তবে এক্সপার্ট আদমী চিনি। বাজেট বলেন। আমি খোঁজ নিয়ে দিবো। গিটারের সাথেতো জুম এফেক্স (সাউন্ড এক্সেলারেটর) আর অ্যাম্প (স্পিকার/উফার)কিনতে হবে। এই ব্যাপারটা তাকে বলে রাখবেন। আপনি আমাকে ফেসবুকে জানিয়ে রাখলে আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো।
অ্যাকুয়েস্টিক হলে আমি মোটামুটি বলতে পারতাম অবশ্য।
হোক ভয়ানক।
আমি ফেসবুকে সব তথ্য দিয়ে রাখছি। ধন্যবাদ ।
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
দুঃখ-বিলাস কাভার। লাইভ সেশন ২।
বেশ ভাল হয়েছে। চালিয়ে যান শ্রোতা হিসেবে কেউ থাকুক আর না থাকুক আমি আছি সাথে মধু মাখা মন্তব্য নিয়ে।
Re: হাতুড়ে গিটারিস্টদের জন্যে
তার-ছেড়া-কাউয়া লিখেছেন:দুঃখ-বিলাস কাভার। লাইভ সেশন ২।
বেশ ভাল হয়েছে। চালিয়ে যান শ্রোতা হিসেবে কেউ থাকুক আর না থাকুক আমি আছি সাথে মধু মাখা মন্তব্য নিয়ে।
আপনাদের কারণেই তো গান গাওয়ার সাহস পাই