টপিকঃ আমার হোমস্ক্রিনে অ্যাড আসে কোন অ্যাপ থেকে জানিনা। তবে বন্ধ করব কিভাবে?
ডাটা কানেকশন অন আছে এমন অবস্থায় কোন অ্যাপ থেকে হোমস্ক্রিনে আসলেই বিরক্তিকর একটি অ্যাড দেখাচ্ছে।
uc browser এর অ্যাড। আমি জানিনা কিভাবে ওরা আমার হোমে অ্যাড দেওয়ার সুযোগ পেল। আমি বন্ধ করতে চাই এটা। আর আমার ডাউনলোডেড অ্যাপ এর লিস্টে দেখলাম aphandler আর apmonitor নামের দুটি অ্যাপ। আমি এগুলো ডাউনলোড করিনি।