Re: স্কলারশিপ না পাইলে, টিউশন ফি দিয়া সুইডেন যাইয়েন না
আমার ইচ্ছা ছিল আন্ডারগ্র্যাডে ফিনল্যান্ড ট্রাই করা। বাসা থেকে দূরে পাঠাবেনা বলে দিয়েছে। তাই আর কোথাও ট্রাই করি নি। দেশে আছি, আলহামদুলিল্লাহ খারাপ তো নেই। হ্যা, জ্যাম আছে, কষ্ট আছে, অনেক কিছু উন্নতি নেই, কিন্তু তাও তো তিন বেলা খেয়ে পরে বেঁচে আছি। বাবা মার সাথে আছি। রাতে বাসায় নিজের রুমে আরাম করে ঘুমুতে পারি। আলহামদুল্লিাহ ভালই আছি।
Re: স্কলারশিপ না পাইলে, টিউশন ফি দিয়া সুইডেন যাইয়েন না
সুইডেন খুব শান্তির দেশ শুনেছি
Re: স্কলারশিপ না পাইলে, টিউশন ফি দিয়া সুইডেন যাইয়েন না
একমত! টিউশন ফি দিতে পড়তে যাওয়ার কোন মানেই হয় না!