টপিকঃ উইন্ডোজ ১০ এ মাইক্রোফোন ভলিউম বারবার পরিবর্তন হয়।
(অনেক দিন পর প্রজন্মে আসলাম )
আমার উইন্ডোজ ১০ এ মাইক্রোফোন ভলিউম অটো কমে যাচ্ছে কিন্তু সমস্যা কোথায় বুঝতে পারছিনা।
কোনো সফটওয়ার যেমন স্কাইপে, স্টীম, উইন্ডোজ স্পীচ রেকগনিশন ব্যবহার করে মাইক্রোফোন একটিভ ভাবে ব্যবহার করলেই এই সমস্যা হচ্ছে। উইন্ডোজ ৮.১ এ এই সমস্যা হতো না।
অডিও ড্রাইভারঃ Realtek HD Audio
Sound>Communication এ 'Do nothing' দেওয়া আছে।