টপিকঃ অগুছালু জীবন

জীবন জীবনের মত চলে তাকে থামনু যায় না কোনবাবে। আজ আমি আমার মত চলতে পারি না কোথায় জেন একটা বাদা পরে আছে সেটাও জানিনা । কি করি কোথায় যাই, বর একা একা লাগে এখন। তাকে অনেক মিস করি কিন্তু যানিনা সে কি আমাকে মিস করেকি না তাও যানি না। তাই প্রায় সময় মনটা খারাপ থাকে। কি করলে মনটা ভাল থাকবে তাও যানি না। 

আমার জীবনের ভাল লাগা গুলি মনে হয় সবার থেকে একটু আলাদা যেমন আমার প্রথম ভাল লাগা একা একা থাকা , ফোন টিপা, আইস্ক্রিম ,আর একটা বর সমস্যা হল মান খারাপ রাখা ওইটা মনে হয় আমার ভড় একটা সমস্যা কিন্তু আমার কাছে এইটাই ভাল লাগে। কিন্টু কেন সেটা যানি না।

কখনও কখনও ভাবি তাই বলে কি জীবন থেমে যাবে নাকি আবার কখনও কখনও মনটাকে বুঝাতে পারিনা।


                                         খুব বেশী একা লাগে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

তুমি আমি, আমি তুমি মিলেমিসে একাকার।

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত