টপিকঃ এক্সেলে স্যালারি শীট তৈরী ও অটোমেটিক ওভারটাইম যোগ করা
আমার এক্সেল বিষয়ে ধারণা / দক্ষতা তেমন নেই। এখন একটা সমস্যায় পড়েছি।
ধরুন আমার ফ্যাক্টরীতে ৯০জন ওয়ার্কার আছে। বিভিন্ন জনের স্যালারী বিভিন্ন।
এখন এক্সেলে ইনপুট দিলাম যে উনি টোটাল ১৫ ঘ্ন্টা ওভারটাইম করেছেন এই মাসে।
অটোমেটিক তার ওভারটাইমের টাকা ( ঘন্টা অনুযায়ি ভাগ করে যেমন আসে ) মূল বেতনের সাথে যোগ হয়ে টোটাল পাওয়া যাবে।
যেমন স্যালারী ১০,০০০ টাকা হলে দিনে হয় ১০,০০০/৩০ বা ৩৩৩ টাকা
ঘ্নটায় ৩৩৩/৮ বা ৪১.৬ বা ৪২ টাকা
মানে ওভারটাইম ঘন্টা প্রতি ৪২ টাকা।