টপিকঃ আইএসপি গ্রাহক ডেটাবেজ করতে চাই।

আমি একটা আইএসপি-র স্বত্বাধিকারী। বর্তমানে আমার গ্রাহক সংখ্যা- ৭০। গ্রাহক প্রতি একটা করে ইউজার ফর্ম আমার কাছে আছে। আমি চাচ্ছি গ্রাহকদের এই তথ্যগুলো একটা ওয়েব ফর্মের মাধ্যমে অনলাইন ডেটাবেজে রাখতে। যাতে করে আমি যেকোনো সময় মোবাইল অথবা পিসির মাধ্যমে আমার ডোমেইন থেকে তাদের তথ্যগুলো দেখতে পারি। এবং নপ্তুন কোনো গ্রাহক সংযোগ নিলে তাদের তথ্য এই ডেটাবেজে রাখতে পারি। আর যদি কোনো গ্রাহক তার সাবমিট করা তথ্য দেখতে চায়, যেমন- তার বর্তমান প্যাকেজ, বিল সংক্রান্ত তথ্য ইত্যাদি তাহলে সে তার ইউজার নেম ও পাসওয়ার্ড দ্বারা লগইন করে সেই তথ্যগুলো দেখতে পারবে। কেউ কি এই বিষয়ে অ্যাডভাইস দিতে পারবেন?

Re: আইএসপি গ্রাহক ডেটাবেজ করতে চাই।

প্রোগ্রামিং জানলে কাজটা অনেক সহজ, এছাড়া ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন প্লাগিন পেতে পারেন

Re: আইএসপি গ্রাহক ডেটাবেজ করতে চাই।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: আইএসপি গ্রাহক ডেটাবেজ করতে চাই।

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৪-০৩-২০১৬ ১৮:৫৩)

Re: আইএসপি গ্রাহক ডেটাবেজ করতে চাই।

গতরে খেটে চরকা নতুন করে আবিষ্কার করার দরকার কি? যেকোনো ওপেনসোর্স সিআরএম সলিউশন হোস্ট করলেই তো হয়। যেহেতুু আইএসপি, নিজের যেক‌োনো একটা স্ট্যাটিক আইপিতে লিনাক্সের বাক্স উইথ পিএইচপিগ্রুপ+আমারশিকল+আ্যাপাচী না ব্যাঙাচী ধরে এনে খাড়া করে দিন। ল্যাঠা হ্যায গোন টু চুকে...  cool

Calm... like a bomb.

Re: আইএসপি গ্রাহক ডেটাবেজ করতে চাই।