টপিকঃ আইএসপি গ্রাহক ডেটাবেজ করতে চাই।
আমি একটা আইএসপি-র স্বত্বাধিকারী। বর্তমানে আমার গ্রাহক সংখ্যা- ৭০। গ্রাহক প্রতি একটা করে ইউজার ফর্ম আমার কাছে আছে। আমি চাচ্ছি গ্রাহকদের এই তথ্যগুলো একটা ওয়েব ফর্মের মাধ্যমে অনলাইন ডেটাবেজে রাখতে। যাতে করে আমি যেকোনো সময় মোবাইল অথবা পিসির মাধ্যমে আমার ডোমেইন থেকে তাদের তথ্যগুলো দেখতে পারি। এবং নপ্তুন কোনো গ্রাহক সংযোগ নিলে তাদের তথ্য এই ডেটাবেজে রাখতে পারি। আর যদি কোনো গ্রাহক তার সাবমিট করা তথ্য দেখতে চায়, যেমন- তার বর্তমান প্যাকেজ, বিল সংক্রান্ত তথ্য ইত্যাদি তাহলে সে তার ইউজার নেম ও পাসওয়ার্ড দ্বারা লগইন করে সেই তথ্যগুলো দেখতে পারবে। কেউ কি এই বিষয়ে অ্যাডভাইস দিতে পারবেন?