টপিকঃ বিশ্বকাপে বাংলাদেশ
যেভাবে বাংলাদেশ খেলছে তাতে আয়ারল্যান্ডের কাছেও ... কী যে হবে আল্লা মালুম।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » বিশ্বকাপে বাংলাদেশ
যেভাবে বাংলাদেশ খেলছে তাতে আয়ারল্যান্ডের কাছেও ... কী যে হবে আল্লা মালুম।
আশাকরি বাংলাদেশ এই অবস্থা থেকে উন্নতি লাভ করবে।
অবশ্যই উন্নতি করবে
দেখছেন না- (উন্নতি শুরু হয়েছে অলরেডি)
অষ্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছি ১০ উইকেটে,
আর নিউজিল্যান্ডের কাছে মাত্র ৯ উইকেটে,
পরে হবে, ৮ উইকেটে, তারপর ৭, তারপর ৬.........
এভাবে আর মাত্র ৮ খেলা পর আমরা হয়ত জিৎবো ।
অবশ্যই উন্নতি করবে
দেখছেন না- (উন্নতি শুরু হয়েছে অলরেডি)
অষ্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছি ১০ উইকেটে,
আর নিউজিল্যান্ডের কাছে মাত্র ৯ উইকেটে,
পরে হবে, ৮ উইকেটে, তারপর ৭, তারপর ৬.........
এভাবে আর মাত্র ৮ খেলা পর আমরা হয়ত জিৎবো ।
-আল্লাহ তোমারে মরার আগ পর্যন্ত বাঁচায়ে রাখুক।
আল্লাহ আমারে মরার আগ পর্যন্ত বাঁচায়ে রাখছে বলেই তো প্যাচাল পাড়ছি।
শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড .... তিনটা দলই তুখোড় ফর্মে আছে ... কাজেই ব্যাপার না.... ঐ তিন দল কি এখনো বিশ্বকাপের কোন ম্যাচ হেরেছে??? শুধু শুধু হতাশ না হওয়াই ভালো।
বাংলাদেশ ও একদিন তাদের কাতারে যাবে, আমরা যদি এটা ভাবি তাইলে বোধহয় ভালো হয়। কারন ভাল ভালই। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এখন অনেক সক্তিশালি দন তাই তাদের সাথে পেরে ইঠতে আমাদের আরও সময়ের দরকার।
অভিজ্ঞতা + হাতের কব্জির জোর দরকার বাংলাদেশের ব্যাট'স ম্যানদের,
তবেই হয়ত কিছু আশাকরা যায়।
হাতের কব্জির জোরের জন্য কি করা যায় বা করা উচিত তা আমি জানিনা তবে এরকম বড় বড় ম্যাচ খেললে অন্তত অভিজ্ঞতার পাল্লাটা ভারি হবে।
বাংলাদেশ যদি ইংল্যান্ডের সাথে জিতে যায় তাহলে আমি সবাইকে একটি মিষ্টি খাওয়ানোর কথা চিন্তা করে দেখবো।
তোমার মিষ্টি কেউ খেতে চাইছে না।
তোমার মিষ্টি কেউ খেতে চাইছে না।
কে কে বলল আপনাকে:P?
বাংলাদেশ অবশ্যই সাউথ আফ্রিকাকে হারাবে,
যদি বাংলাদেশ জিতে আমি মিষ্টি কিনে একা একা খাবো।
বাংলাদেশ অবশ্যই সাউথ আফ্রিকাকে হারাবে,
যদি বাংলাদেশ জিতে আমি মিষ্টি কিনে একা একা খাবো।
আমিও আশাকরি বাংলাদেশ জিতবে। আপনি নিষ্টি এক না খেয়ে আরও ২/১ জন কে দিয়েন। কারন আমি চিন্তা করছি আমার কয়েক বন্ধু কে নিয়ে মিষ্টি খাব। তার আগে অবশ্য বাংলাদেশের জন্য শুভ কামনা করছি।
আমি আমার এক বন্ধুর সঙ্গে বাজী ধরেছি বাংলাদেশ জিতবে।
দোয়া করবেন বাংলাদেশ যেন জিতে।
অবশ্য আমার মনের পরিসংখ্যানে বলে বাংলাদেশের জিতা উচিৎ।
আরেক কাজ করা যায়, বাংলাদেশ যদি জিতে তাহলে আমারা একটা টাইম ফিক্স করব, সবাই সেই সময়ে একসঙ্গে মিষ্টি খাব !
আছা পেচাল কথাটা ঠিক নাকি প্যাচাল কথাটা ঠিক ?
আরেক কাজ করা যায়, বাংলাদেশ যদি জিতে তাহলে আমারা একটা টাইম ফিক্স করব, সবাই সেই সময়ে একসঙ্গে মিষ্টি খাব !
আমার মিষ্টি খাবার টাকা নাই
মান্চু,এই ভার্চুয়াল সময়ে আসল মিষ্টির দরকার কি ? মনে মনে খেলেই হবে !!
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » বিশ্বকাপে বাংলাদেশ
০.০৬৭৮৪৫১০৬১২৪৮৭৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৮০১৩৩৭১৫২০৫৪ টি কোয়েরী চলেছে