টপিকঃ এক্সেল এর বিষয়ে পরামর্শ।

এক্সেলে দক্ষদের একটু সাহয্য চাই।

ধরি আমাদের শীট-১ এর নীচের ডাটা আছে।

a1 - kamal
a2 -
a3 -
a4 - jamal

এখন নতুন শীট-২ তে এই ডাটা গুল ফরমুলার সাহয্যে নিতে চাই যেন সব গুলি প্রথম থেকে থাকে। অর্থাৎ শীট-২ এ

a1 - kamal
a2 - jamal
a3 -
a4 -

এটা কিভাবে করা সম্ভব। অগ্রিম ধন্যবাদ।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: এক্সেল এর বিষয়ে পরামর্শ।

Re: এক্সেল এর বিষয়ে পরামর্শ।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: এক্সেল এর বিষয়ে পরামর্শ।

=IFERROR(INDEX(Sheet1!$A$1:Sheet1!$A$100, SMALL(IF(ISBLANK(Sheet1!$A$1:Sheet1!$A$100), "", ROW(Sheet1!$A$1:Sheet1!$A$100)-MIN(ROW(Sheet1!$A$1:Sheet1!$A$100))+1), ROW(A1))),"")

Re: এক্সেল এর বিষয়ে পরামর্শ।

বাপরে কঠিন ফর্মুলা!  clap

কাজটা এক কালীন হলে ফর্মুলা ছাড়া ম্যানুয়ালী করতে পারেন। কলাম সিলেক্ট করে -> ফিল্টার -> Blank আনচেক->কলাম কপি করে করে অন্য শীটএ পেস্ট।

সর্বশেষ সম্পাদনা করেছেন আরণ্যক (০৬-০৩-২০১৬ ০৯:৫৬)

Re: এক্সেল এর বিষয়ে পরামর্শ।

সবাইকে ধন্যবাদ। কাজটা এককালিন না।

জেলাল ভাই, ফরমুলাটা কাজ করে কিন্তু নিজে কাস্টমাইউ করে ব্যবহার করতে পারছি না। আসলে আমার দরকার এক শীটের কিছু কিছু সেল অন্য শীটে কপি করা। যাইহোক দেখি কতদুর কি করতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: এক্সেল এর বিষয়ে পরামর্শ।