টপিকঃ উইন্ডোজ ১০ ও ফ্ল্যাশ ভিডিও সমস্যা।

উইন্ডোজ ১০ প্রো লেটেস্ট ইন্সটল দিয়েছি। আপডেট দিয়েছিও। কিন্তু ক্রোম থেকে কোন ফ্লাশ ভিডিও ফুলস্ক্রিনে দেখতে গেলেই পিসি হঠাৎ রিস্টার্ট নেয়। অন্য ব্রাউজারে হয় কিনা চেক করি নি। এই সমস্যার সমাধান কী?

Re: উইন্ডোজ ১০ ও ফ্ল্যাশ ভিডিও সমস্যা।

ক্রোম এ তো বিল্ট ইন ফ্লাশ থাকে, কখনো এরকম হয়নি। এক্সট্রা কোন প্লাগ-ইন ইউস করছেন?

Re: উইন্ডোজ ১০ ও ফ্ল্যাশ ভিডিও সমস্যা।