টপিকঃ গ্রামে একখান বাড়ি বানাতে চাই। ডিজাইন দিয়া সাহায্য করেন।
আমার গ্রামের বাড়িতে এক খান বাড়ি বানাতে চাই বাজেট কম তাই বাড়ির ডিজাইন চেয়ে আপনাদের সাহায্য চাচ্ছি । ২য় তলা foundation দিব কন্তিু এখন ১ তলা করবো । জমির মাপ ৩৬ ফুট পূর্ব পশ্চিম এবং ৪৩ ফুট উত্তর দক্ষিণ. পূর্ব দিকে আমার রাস্তা ৪ টা bedroom হবে ১ টা doing room ১ টা dining room ১টা kitchen room ২ টা bathroom দক্ষিণে এবং পশ্চিমে লম্বা baranda হবে । ভালো বাড়ির ডিজাইন থাকলে আমাকে দিয়া সাহায্য করেন।