টপিকঃ লেখালেখি

আমার কাছে একজন মানুষের লেখালেখির বলতে যা বুঝায় তা হল, লেখালেখিতে একজন মানুষ তার একান্তই নিজ অনুভূতির বহিপ্রকাস ঘটানোর চেষ্টা করে। দৈনন্দিন জীবনে মানুষ যেমন কারো সাথে কথা বলে, আলোচনা করে, ভাবের আদান প্রদান হয় তেমনি লেখালেখিটা সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা যেখানে লেখক তার সম্পূর্ণ স্বাধীনতা পায় তার অভিবাক্তি প্রকাশ করার, সেখানে সে তার সর্বপ্রকার অনুভূতি ঢেলে সাজায়, সেটা ভাল কিংবা মন্দ সেটার প্রাধান্য পরবর্তীতে। কারণ যদি লেখা না হত তাহে পড়তে পারা জেত না আর পড়তে পারছি বলে বুঝতে পারছি, তাই লেখালেখি আগে।

এটা আমার প্রথম পোস্ট, প্রথম চেষ্টা, পোস্টটা কারও কাছে যদি একটু হলেও ভাল লাগে তাহলে চেষ্টা সার্থক।
ধন্যবাদ। ~X(