টপিকঃ প্রাথমিক বিদ্যালয়ে জনসংখ্যা বিষয়ে শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে জনসংখ্যা বিষয়ে শিক্ষা
------------------------------------

প্রাথমিক বিদ্যালয় গুলির স্লেবাসে জনসংখ্যা বিষয়ে শিক্ষা ও কারিকুলাম অন্তভুক্ত হওয়ায় অনেকে জাত গেল আর ধর্ম গেল বলে চিল্লাফাল্লা করে ফেসবুকে ফাটিয়ে দিয়েছেন ও দিচ্ছেন। তাদের আর কি বলার আছে? কিছু না তবে মনে হয় বিষয়টা আবার ভেবে দেখার সময় এসেছে বা আসছে!
-- প্রাথমিক বিদ্যালয় হতেই জনসংখ্যা বিষয়ে ও পরিবার পরিকল্পনা সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত। কোন ক্রমেই এই শিক্ষা উপরের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। কারন দেশের বেশির ভাগ লোক প্রাথমিক শিক্ষা লাভ করে আর উপরে উঠতে পারে না, অর্থাত তারা ঝরে পড়ে।তাই সেই প্রাথমিক শিক্ষায় তাদের এই বিষয়ে শিক্ষা প্রদান করা আবশ্যক। তথাকথিত নৈতিক ও ধর্মিয় গলাবাজি দেখিয়ে বা টালবাহানা দেখিয়ে তাদের এ শিক্ষা হতে বঞ্চিত করা উচিত নয় বৃহত্তর স্বার্থের খাতিরে।
আমাদের আজ ভেবে দেখা উচিত, আমাদের বৃহত স্বার্থের কাছে ক্ষুদ্র স্বার্থ কে বলি দেওয়া আজ অবশ্যকরণীয় কর্তব্য হয়ে দাড়িয়েছে। যৌনকর্ম একদিন না একদিন কারো না কারো সাথে করতে হবে, যেহেতু যৌনাঙ্গ থাকছে। যৌনকর্ম করেই শিশুদের জন্ম দেওয়া হয়েছে। লোকসমাজ কে না জানিয়ে বা বিবাহ না করে যৌনকর্ম যেহেতু সমাজে অপরাধের চোখে দেখা হয়, সেহেতু সমাজের লোকদের জানার আগ্রহ থাকলে তা জানাতে বাধা কোথায়? জানিয়ে দেবার মাঝেই মঙ্গল এবং তাদের সেই শিক্ষাও দিতে হবে। আর সেই শিক্ষা একটি শিশুকে যৌনতা বিষয়ে বলিষ্ঠ ও সুস্থ ধারনা দিতে সাহায্য করবে।

**শিশুরা নিরব থাকতে পারে কিন্তু তারা যৌনবিষয়ে কৌতুহল নয় তা কোন ছাগলে বলেছে????
**ববয়স্করা স্মরন করতে পারেন কি? শিশুকালে এ বিষয়ে কৌতুহল ছিলেন কি না??
-------------

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ