১। ইন্টেল আসলে বেসিক একটা মাদারবোর্ড বের করে। ওইগুলারে বেইস করে থার্ডপার্টি অনেক ভালো কনফিগ দিয়া মাদারবোর্ড বের করে।
২। আসুস এবং গিগাবাইট দুইটাই ভালো। তবে আসুস হ্যাপা সামলাইতে পারে না তেমন। যেমন হুট হাট ইলেকট্রিসিটি চলে যাওয়া। কিংবা ভোল্টেজ হাই লো ইত্যাদি। পারফর্মেন্স ও ভালই। আর গিগাবাইট ইউজ করতে গেলে এইসব নিয়া চিন্তা করতে হয় না। পার্সোনালি গিগাবাইট সাজেস্ট করবো।
৩। মাদারবোর্ড এর ক্ষেত্রে Intel® H81 Express Chipset মানে হল ইন্টেল এর H81 চিপসেট মাদারবোর্ড কে বেস করে তৈরী করা। ইন্টেল এর ঐ বেস মাদারবোর্ড এ যে সিপিউ এবং র্যাম চলবে সেগুলো এটাতেও চলবে। তবে চিপসেট ভাল হলে পারফর্মেন্স ভাল হবে। এটা একটু কষ্ট করে গুগল করে খুজে দেখতে পারেন যে আপনার ডিজায়ার্ড সিপিউ কোন চিপসেট এর সাথে বেস্ট পারফর্মেন্স দেয়। তবে পারফর্ম্যান্স পার্থক্য এতটাই সামান্য হওয়ার কথা যে ফোর্থ জেনারেশন সিপিউ তে সম্ভবত ধরতেই পারবেন না।
এবং আপনি যদি যেকোন কম্প্যাটিবল চিপসেট লাগান তাহলেও সমস্যা হবে না। যেমন H81 এর বদলে H87,B85,Q87,Z97 যেকোন চিপসেট ইউজ করতে পারবেন।
এখনও শিখছি। আরো শিখতে চাই। পরে নাহয় শেখানো যাবে। আপাতত শেয়ার করতে পারি