টপিকঃ জিকা ভাইরাস, গেটস ফাউন্ডেশন
ইদানিং একটা খবর দেখলাম যে জিকা ভাইরাস যে মশা দিয়ে ছড়ায় সেটা গেটস ফাউন্ডেশনের ফান্ডে হওয়া রিসার্চে তৈরী জেনেটিকালি মডিফাইড মশা।
http://www.trinfinity8.com/zika-virus-mosquitos/
সার সংক্ষেপ:
কারণ যেই বিশেষ ভ্যারাইটির Aedes মশা এই ভাইরাস ছড়ায় সেই মশা একপ্রকার মিউটেন্ট (জেনেটিকালি মডিফাইড) মশা -- যা ল্যাবে তৈরী করা হয়েছিলো। দুই মিলিয়ন মশা ব্রাজিলে ছাড়া হয়েছে -- উদ্দেশ্য ছিল ডেঙ্গু প্রতিরোধ। এই মশা কামড়ালে শরীরে একটা ভ্যাকসিন তৈরী হয়। আর সেই ভ্যাকসিন এর আগে ইঞ্জেকশানে করে সমস্ত গর্ভবতী মহিলাকে দিতে বাধ্য করা হয়েছে ব্রাজিলে -- কিন্তু দেখা গেছে এই অপরীক্ষিত ভ্যাকসিন নেয়া সকলের বাচ্চাই ব্রেন ডিফেক্ট নিয়ে জন্মানো (জিকা-ভাইরাসের কারণে)। এখন জিকা ভাইরাসের ভয়ে নতুন সন্তান নিতে সরকারী ভাবেই নিষেধ করা হয়েছে দুয়েকটি দেশে।
এখন মশা মারতে দুই লক্ষাধিক সৈন্য নিয়োগ দিতে যাচ্ছে ব্রাজিল যারা প্রতি বাসায় বাসায় গিয়ে মশার ওষুধ ছিটাবে --- মানে গর্ভবতী মহিলা ও শিশুরাও বিষাক্ত কীটনাশকের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার সুযোগ তৈরী হবে।
------ পুরা রিসার্চ ফান্ডিং সেই মহান ব্যক্তির যিনি আসলে জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণের স্বপ্ন বহু আগে থেকেই দেখতেন। ইংরেজি আর্টিকেলেটিতে বিস্তারিত আছে।
==
একটা মাত্র আর্টিকেল দেখে "মাইরালামু" বলে ঝাঁপিয়ে না পরে বরং Zika ভাইরাস আর বিল গেটস একসাথে (কমা দিয়ে) লিখে নেটে একটু সার্চ দিয়ে আরেকটু বুঝে শুনে দেখতে পারেন।
===
মডারেটর বরাবর:
খবরটি এখানে সঠিক না হলে উপযুক্ত ফোরামে (বিজ্ঞান?) সরিয়ে নিবেন দয়া করে।
=== আলাদা ইস্যূ ====
ভ্যাকসিনে প্রিজারভেটিভ হিসেবে থাইমেরাসল থাকে -- এটা নাকি পারদ, অটিজম সহ অনেক কিছুর জন্য দায়ী এই বিষাক্ত জিনিষটা ....
ভ্যাকসিন নাকি ভূয়া; এই ব্যবসার জন্য নাকি পোলিও রোগের সংজ্ঞাই পরিবর্তন করে দিয়েছে