ছায়ামানব লিখেছেন:RUSSEL13 লিখেছেন:তবে honor bee আজকে মার্কেটে দেখলাম, বেশ চমৎকার ক্যামেরা ঠিক যেমনটা আমার দরকার, কিন্তু আমি শুনেছি এটার ব্যাটারি নাকি খুবই দ্রুত শেষ হয়ে যায়
এক ফ্রেন্ড বললো যে প্রায় ১২/১৫ ঘন্টার বেশি নাকি চার্জ থাকেই না... তবে এছাড়া এটা আমার চাহিদা পূরণ করতে পেরেছিল। একটা এক্সট্রা পাওয়ার ব্যাঙ্ক কিনব নাকি মোবাইলই আরেকটা দেখব তা ভাবছি 
honor bee আমার দুইটা ফ্রেন্ড ইউজ করে। রাফ ইউজে তো একদিন ভালোভাবেই যাওয়ার কথা।
আচ্ছা Huawei এর আপডেট কেমন আসে ? এটাতে তো কিটক্যাট দেওয়া, পারসোনালি আমার ললিপপ খুবই চমৎকার মনে হয়, ইউ আই তো পুরাই অস্থির। যদি Huawei নিয়মিত আপডেট দেয় তাহলে এইটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারি মনে হচ্ছে। ১ দিন চার্জ যদি যায় তো ভালই।
সিম্ফোনীর V52 এর ক্যামেরা খুবই পছন্দ হয়েছে। যদিও মাত্র ৫ মেগাপিক্সেল তবে কোয়ালিটি বেশ ভাল, ১ জিবি র্যাম, কোয়াড কোর প্রসেসর, এন্ড্রোয়েড ভার্সন ললিপপ , দাম ৬ হাজার টাকা।
এই দুইটা মোবাইল পাশাপাশি ধরার পর স্ট্যান্ডার্ড মুডে ভিডিওতে আমি সিম্ফোনী V52 তে কিছুটা কনট্রাস্ট বেশি পেয়েছি আর বাকি সব কিছু প্রায় সেইম। তবে স্টিল ইমেজে নিশ্চই রেজুলেশনের পার্থক্যটা কম্পিউটারে ধরা পড়বে বলে মনে হয়। তবে দুইটারই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ইমেজ তেমন একটা পোস্টারাইজ করছে না। মোবাইল ক্যামেরার সবচেয়ে বিশ্রী বিষয় মনে হয় আমার এইটাকে। ইভেন অনেক দামি মোবাইলের ক্যামেরাতেও ব্যাপারটা লক্ষ্য করেছিলাম আমি।
27 minutes and 12 seconds after:
mizvibappa লিখেছেন:RUSSEL13 লিখেছেন:মোবাইল কিনতে চাইছি, বাজেট ৬ হাজারের মধ্যে। তবে খুব বেশি ঝাকানাকা অফার বা স্পেশালিটি থাকলে কিছুদিন অপেক্ষা করে ১০ এর মতো করতে পারব। তবে দ্রুত কিনতে পারলে বেশি ভালো হয় কেননা বর্তমান মোবাইল খুব প্যারা দিচ্ছে।
ডিটেক্টর মানুষ থুক্কু ডিরেক্টর মানুষ কই আপেল, কমলা থুক্কু স্যামসাং ইউজ করবেন
তা না করে যাক আপনার চাহিদার উপর নির্ভর করে যা বুঝতে পারছি ভালো মানের ক্যামেরা ও ভিডিও ধারণের জন্য ডিভাইসের ক্যামেরা কোয়ালিটি ভালো দরকার। তবে এজন্য ব্যাটারী ব্যাকাপ ও অত্যাবশ্যকীয়। সুতরাং ব্রান্ডের দিকে ততটা পাবেন বলে মনে হয় না।
বাজেট ১৫ কে হলে আমি হুয়াওয়ে জি প্লে মিনি নেয়ার সাজেস্ট করতাম। যদিও ব্যাটারী ফিক্সড কিন্তু খুবই ভালো মানের ক্যামেরা পাবেন।
যাক তবে শাওমী দেখতে পারেন। Xiaomi Redmi 2 মনে হয় আপনার বাজেটের এসে পরবে। তবে সেট টা আমার কাছে অনেক চিপ লাগে। তাই কাউকে সাজেস্ট করি না
প্রাইস ১১ কে এরমত মনে হয়। আমি ঠিক সিউর না 
রিভিউঃ Xiaomi Redmi 2 review
আর হুয়াওয়ে Y5c নিলে সাথে একটা পাওয়ার ব্যাংক কিনিয়েন 
Alcatel Flash 2 দিনের বেলার ক্যামেরা চলে মোটামুটি মানের। তবে রাত্রে সেই মাত্রার খারাপ
তবে অন্যান্য দিক থেকে ভালো আছে। কিন্তু খ্যাত মার্কা ডিজাইন।
প্রাইসঃ 11999 Tk
আর নন ব্রান্ডের ভিতর চাইলে মানে ওয়ালটনের ভিতর দেখতে চাইলে WALTON RM ক্যামেরা এরাউন্ড ১০ হাজার টাকার সেটের ভিতরে অনেক ভালো মানের ক্যামেরা। কিন্তু ডিভাইসটা তে কিছু সমস্যা আছে সুতরাং না নিলেই ভালো 
তবে বাজেট অনুসারে শাওমী দেখতে পারেন
এক ডিভাইসের মোটামুটি সব কিছুই পাবেন। তাছাড়া এক্সট্রা ব্যাটারী ব্যাকাপের জন্য একটা পাওয়ার ব্যাংক কিনে নিয়েন 
আমার সবকিছুই একটূ উলটা পালটা, একচুয়ালি র্যাম কিনতে চাইছিলাম আরেকটা
মোবাইলটা কয়েকদিন ধরে নেটওয়ার্ক প্রবলেম করার কারণে সিদ্ধান্ত নিছিলাম ১১০০ টাকা দামের একটা ফিচারফোন কিনব, পরে ভাবলাম ২৪০০ টাকায় এন্ড্রোয়েড নেওয়া যায়, পরে ভাবলাম ৫০০ টাকা বাড়াইলে আরেকটু ভাল হয়, তারপর ভাবলাম, কিনবই যখন আরো ১০০০টাকা বাড়িয়ে দেই, এভাবেই চলছে আরকি :p
হুয়াওয়ে এর জি প্লে আমার কাছে খারাপ লাগে নাই, তবে বাজেট ক্রস করবে অনেক
আর Y5c এর GSM Arena এর কমেন্ট সেকশন ভয়াবহ
যা শুনেছি তার থেকেও মনে হচ্ছে ব্যাটারী খারাপ... তবে এখন পর্যন্ত বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরা মোবাইল।
শাওমী এর রেডমি ২ একটা দুর্দান্ত গর্জিয়াস লুকিং এর মোবাইল। তবে এই ফোরামেই অনেক আগের অনেক পোস্টে এটার ক্যামেরার ব্যাপারে নেগেটিভ কথা শুনছি অনেকবার 
এলকেটেল আর ওয়াল্টন এই দুইটা ব্র্যান্ডের উপর কিছু সমস্যা আছে আমার
আমি সবাইরে ওয়াল্টন কেনার জন্য উৎসাহিত করতাম, ইভেন, আমি খুব সম্ভবত মার্কেট প্রাইজের থেকে কিছু কমে আমার মোবাইল ওদের থেকে সরাসরি কিনতে পারব। কিন্তু আফটার সেল সার্ভিস এদের যা পারফর্মেন্স তাতে 
আচ্ছা অক্টা কোর ১.২ গিগাহার্য (৩২ বিট) ভাল নাকি কোয়াড কোর ১.২ গিগাহার্য (৬৪ বিট) ?
আর আপকামিং সিম্ফোনীর এই মোবাইলটা কেমন হবে ?
https://www.symphony-mobile.com/product … php?id=207
█ নেই, আছে এবং নৈবচ নৈবচ . . . . .
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন