টপিকঃ নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
মোবাইল কিনতে চাইছি, বাজেট ৬ হাজারের মধ্যে। তবে খুব বেশি ঝাকানাকা অফার বা স্পেশালিটি থাকলে কিছুদিন অপেক্ষা করে ১০ এর মতো করতে পারব। তবে দ্রুত কিনতে পারলে বেশি ভালো হয় কেননা বর্তমান মোবাইল খুব প্যারা দিচ্ছে।
আমার প্রথম চাহিদা, ব্যাক ক্যামেরা। আমি প্রচুর ভিডিও এবং ছবি তুলব।
আমার দ্বিতীয় চাহিদা পার্ফমেন্স।
বাজারে গিয়ে কিছু মোবাইল দেখে আসছি, তবে খুব কনফিউজড হয়ে যাচ্ছি কি কেনা যায় এটা নিয়ে। যে কোন সাজেশন সাদরে গ্রহণযোগ্য। ইয়ে জানালা মোবাইল নিব না