mizvibappa লিখেছেন:RUSSEL13 লিখেছেন:এইটা বেশ প্রিমিয়াম লুকস নিয়ে আসছে, সেইরকম দেখতে
হুমম দাম ও বেশি না। মাত্র ১০৫ ডলারের মত। তবে আমাদের দেশে ১১-১২ হাজারের নিচে বিক্রি করবে বলে মনে হয় না 
শাওমির মোবাইল এখন অনেকেই কিনছেন তাই দোনাকগুলো খুব দ্রুত এই মোবাইলগুলো নিয়ে আসছে। সো প্রাথমিকভাবে দাম বেশি হাঁকালেও কিছুদিনের মধ্যেই এটা অনেক কমে আসবে বলে ধারণা করছি
আর মোবাইলটা কিন্তু সেইরকম জোশ দেখতে
ঐটার পাশে আমার নোট ২ এখন বেশি সাদামাঠা দেখাবে :p তাই ভাবছি একটা মারদাঙ্গা টাইপ ব্যাককাভার কিনে লাগায় ফেলি 
ভালো কথা, একটা স্টাইলাস কেনা দরকার, আমার ছবি আঁকার ঝোক আছে, মোবাইলে দারুন দারুন সব এপ্লিকেশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আঙ্গুল দিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছি না, মনে হচ্ছে স্টাইলাস ছাড়া গতি নাই। ইবেতে দেখতে পাচ্ছি ১ ডলার, আধা ডলারেও সেল হচ্ছে, কিন্তু লোকাল মার্কেটে ৮০০/১০০০ এর নিচে কথাই বলে না
কবে যেন বসুন্ধরাতে ৫০০ টাকায় একেবারে কান খুচানির মতো দেখতে একটা দেখছিলাম -_- স্বল্পমূল্যে কোথায় পেতে পারি ? ব্যাকপ্যাক থেকে প্রথম প্রডাক্টটা মাত্র সাড়ে৩ মাস পরে আসছে তাই বাহির থেকে আনাতে চাইছি না।
█ নেই, আছে এবং নৈবচ নৈবচ . . . . .
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন